আঁকাবুকি তে বিশেষ সুবিধার না মোটেই। স্কুল কলেজের বায়োলজি প্রাকটিক্যাল বহু সাধ্য়সাধনা করে আঁকানো শেষে দেখতাম কোথাও না কোথাও প্রপোরশন এ গ্যাঞ্জাম হয়ে গেছে। বোরিং মিটিং এ বসে বসে আঁকাআঁকি শেষে দেখি সে পুরানো স্বভাব পুরোপুরি আয়ত্তে আছে।
বছরখানেক আগে ঘুরে আসা এই দেশের মোটামুটি সিগনেচার একটা দৃশ্য। সচলেই এই দেশ নিয়ে মনে হয় একাধিক লেখা আছে (যার মধ্যে আবার একটা আমার নিজের)। যাই হোক, বলেন দেখি এইটা কোথায়?
ব্ত্ব, পরের সপ্তাহের টপিক হিসেবে 'জানালার বাইরে ' কেমন হয়?
- অর্ণব
মন্তব্য
আঁকটোবরের শেষ সপ্তাহে আপনার প্রস্তাবিত 'জানালার বাইরে' আঁকা যায়। সজীব ওসমান তৃতীয় সপ্তাহের বিষয় বেছে ফেলেছেন।
দেখিনাই আগে। চতুর্থ সপ্তাহে তাইলে হোক জানালার বাইরে।
নতুন মন্তব্য করুন