জেগে থাকো বাবা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০০৭ - ৫:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

------শব্দগুলো আছঁড়ে পরে কানের দরজায় -_-_-_-_নিশব্দ দরজাটা আগলে রাখে;---___---তবুও রিডেবল আমার কন্ঠের ধ্মনী!_______হেইই______ইইই তুমি ভালো আছো ?? অনেক ইচ্ছে ছুটে যায় অন্ধকারের দিকে-----------আলোতে কি আর বিশ্বাস রাখা যায় ??? তবু কেন বাচঁতে ইচ্ছে করে অবিশ্বাসের সাথে !!!

ধ্রুব


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম কোন বিশেষ বিষয়কে মাথায় রেখে লেখা?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

শক্তিমান কবিতা। ডট ডটে হোঁচট খেতে খেতেও গতি ধরে রাখা যায়।

মডুগণ কি ডট ডটগুলো ছেঁটে ভিন্ন ভিন্ন লাইনে সাইজ করে দিতে পারেন?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হোঁচট আমিও খেয়েছি। কিন্তু কবির অভিপ্রায় কি সেটা জানতে চাইছি আগে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃন্ময় আহমেদ এর ছবি

যে কথা তোমায় বলতে পারিনি আজও
সে কথা আজ স্ফুলিংগ হতে চায়...

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

জিফরান খালেদ এর ছবি

নিজের লিখার অভিজ্ঞতা থেকেই বলছি - কবিতার প্রতিটি অতিরিক্ত গ্যাপ, যতির ব্যবহার, চিত্রায়নের ঢঙ্গে সামান্যতম আঁকিবুকিও ভিন্নতর মাত্রা এবং অর্থ বহন করে এবং সেটা বোধহয় বহুলাংশে, কবির জন্যেই।

এখন প্রশ্ন হচ্ছে - এই সুনির্দিষ্ট ভিন্নতর মাত্রায় পাঠকের সাথে কবির দেখা হচ্ছে কিনা?

যদ্দূর সম্ভব, না। কিন্তু, কবিতার সেই দুর্বোধ্যতার ভিন্নপাঠও কবি ও পাঠককে উত্তরাধুনিক সম্পর্কে সম্পর্কায়িত করে, দূরে সরিয়ে দেয় না।

আমি ব্যাক্তিগতভাবে কবির কাছে ব্যাখ্যা আশা করি; তবে, না পেলেও দুঃখিত হবো না।

দুর্দান্ত মামু, আগায়া যান।

ধ্রুব হাসান এর ছবি

প্রথমে ধন্যবাদ জানাই আমার একাউন্টটি সচল করার জন্য। সাথে একটা প্রশ্ন অথিতি হিসেবে যখন কবিতাটা পোষ্ট দেই তখন সাথে একটা ছবি সংযুক্ত ছিল যা অপ্রকাশিত থেকে গেছে, এর কারন্টা কি জানা সম্ভব? আমার চিন্তায় ছবিটাও একটা অংশ ছিল কবিতাটার। যাইহোক এইবার আসা যাক কেন এরকম স্পেস বা চিনহ বা - ব্যবহার করা হলো! খুশি হতাম যদি টাইপ করতে দিয়ে আকাঁ যেত...যখন লেখাটা লেখি তখন যে ইমেজগুলো শব্দের ফাকেঁ এসে ভিড় করছিল বা আমাকে বাধ্য করছিলো ভাবতে ভিন্ন কিছু যা ঠিক লেখা যায় না...একধরনের ইমেজ বা তরঙ্গ তৈরী হচ্ছিল মগজে যা আমার স্কেচ বুকের পাতায় তুলে রাখি কিন্তু যখন লেখাটা আপনাদের সাথে শেয়ার করতে গেলাম তখন বাদ পরে গেল ইমেজগুলো তাই একরকম বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে স্পেস ছেড়ে দেওয়ার সুযোদটি যেমন করা হয়ে থাকে পেন্টিং-এ বা ফিল্মের কম্পোজিশনে, এতে কিছুটা হলেও আমার ওই মূহুর্তের অনুভূতিটাকে প্রকাশ করা সম্ভব হয়! আমি দুঃখিত, আপনাদের অসম্পুর্ন আবেগ শেয়ার করতে হলো বলে! তাছাড়া এর আরেকটি ব্যাখ্যাও দেয়া যায় যার সূত্রপাত জিফরান করেছে কিন্তু সে আলোচনা সত্যি ভিন্ন পরিসরের দাবী রাখে! আমাদের ভাবনাগুলো আমাদের একরৈখিক চিন্তায় ভাবতে বাধ্য করে যা আমরা আধুনিক দর্শনজ্ঞান থেকে পায়; এর থেকে বের হয়ে চেষ্টা করেছি ভিন্ন পাঠের স্বাদ দিতে পাঠকদের...কিন্তু জানি সে চেষ্টাও সফল হয়না সবসময়...কারন আমার কলোনিয়াল মগজ তা হতে দেয়না ! ধন্যবাদ সকলকে ম্যন্তব্যের জন্যে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নাহ এটা প্রথম পাতায় থাকুক, কমেন্ট গুলো সহ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কমেন্ট মুভ করা যায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কিন্তু ছোট খাট ফীচারের জন্য সচলায়তনকে লোডেড করার কোন মানে হয় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
অতিথি লেখক এর ছবি

ভালো লেখার মধ্যে মৌলিকতা আছে , এটা ধরে রাখবেন
নাগ্রী--phychoo.perth@gmail.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।