দিনক্ষণ মনে নেই ... (লেখক : নিবিড়)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৫/০৯/২০০৭ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিনক্ষণ মনে নেই
মনে নেই আরো অনেক কিছু
তবুও স্মৃতির পাতায়
তুই রয়ে গেছিস
মলিন হয়নি ...

মাঝে মাঝে যখন জাবর কাটতাম স্মৃতির
তখন মনে হতো মিশন স্কুলের কথা
যিতনদার চিৎকার
আর কথায় কথায় বকা।

তোর মনে আছে তপন স্যারের বিদায়ের দিন
আমি, তুই আর সঞ্জয়
সিঁড়িতে লুকিয়ে চোখের পানি ফেলেছিলাম

এভাবেই স্মৃতিগুলোকে চিবিয়ে চিবিয়ে আবার
ফেরত পাঠাতাম ভবিষ্যতের জন্য।

তারপর জীবন যখন যৌবন
চলে যাই অনেকদূর
আয়েশী সময় আর পাই না
স্মৃতির পাকস্থলিতে জমা হয়ে থাকে স্মৃতিগুলো।

আবার দেখা হয় তোর সাথে
দীর্ঘ ১২ বছর পর, মনে হলো
তুই আমার হারানো প্রেম হলে
খুব রোমান্টিক হতো বিষয়টা।

সময় বদলে গেছে
বদলে গেছে স্থান, পরিবেশ
আলোচনার গতি, তবুও ভালো লাগলো
শুভ জন্মদিন বন্ধু ...

টংয়ের দোকানে দাঁড়িয়ে
ময়লা কাপে ধোঁয়াউঠা ঘনদুধের চা
সবাই মিলে এখন আর খাওয়া হয় না
এখন সময়ের সাথে মুঠো করে ধরি
দামি গ্লাসে জ্যাক ড্যানিয়েল।

তাও হোক না
আমরা তো একদমই বদলাইনি ...

-----------------------------------------------
নিবিড় - অতিথি লেখক


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

বেশ ভালো লাগলো। অনেক স্মৃতি আমারও মনে পড়লো। মনে পড়লো সুমনের গানখানার কথা। হঠাৎ রাস্তায় অফিস...

__________________________
বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ঈভ এর ছবি

বড় ভালো লাগলো পড়ে।
বন্দুরা সব এলোমেলো যায়গায়।

আরিফ জেবতিক এর ছবি

ভালো লেগেছে।

ঈভ এর ছবি

ধুর! মন্তব্য কতক্ষন মডারেটরের কিউ তে জমা থাকবে? যাচাই করা কখন হবে?

জিফরান খালেদ এর ছবি

দুর্দান্ত একটা কবিতা পড়লাম অনেকদিন পর; ব্যক্তিক-বিবর্তন ও স্মৃতির সাথে নৈর্বত্যিক হওয়ার নির্লিপ্ত চেষ্টাটা অসাধারণ;

যদিও জানি, এই নির্লিপ্তি অর্জন অসম্ভব এবং এই ব্যাপারটিই হয়তো আমাদের বিষাদগ্রস্ত করে তোলে;

আপনার কবিতাটি যেমন করলো।

সৌরভ এর ছবি

ভাল্লাগলো।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

খুব ভাল লাগলো পড়ে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।