খালেদা হাসিনার আটক সম্পর্কে পোষ্ট চাই, দিতে হবে।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৬/০৯/২০০৭ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে অনেক সময় পেলাম, কিছুটা কাজ ফাকি দিয়ে।

সচলায়তনে অনেক ঘাটাঘাটি করেও হাসিনা খালেদা আটক সম্পর্কে কোন পোষ্ট পাইনি।

আমার মনে হয় এ সম্পর্কে ব্লগার, পাঠকের মন্তব্য চিন্তা ভাবনা জানা দরকার, পাঠকরাও পড়বে। নিশ্চিত করে।

তো, কেন হাত গুটিয়ে বসে থাকা। জব্বর কিছু পোষ্ট দিন। তার পর শুরু হোক ঝগড়া। ত্থুক্কু, তর্ক-বিতর্ক।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাই নাম কি আপনার?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি এর ছবি

ভাল

অতিথি এর ছবি

তুলনা প্রয়োজন

ফারুক হাসান এর ছবি


-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আড্ডাবাজ এর ছবি

ভাল প্রস্তাব। তবে হাসিনা বা খালেদা নিয়ে টানাটানি করার কোন ইচ্ছে নেই। যে যাবার সে তো যাবেই। বরং রাজাকার নিজামী, মুজাহিদ ও সাঈদীকে আটক না করার কারণ জানিয়ে অনুসন্ধানী পোস্ট দিলে আমি আছি। চলুন যারা বাইরে আছে তাদের নিয়ে টানাটানি করি। ধন্যবাদ।

সুজন চৌধুরী এর ছবি

আড্ডাবাজ-এর সাথে একমত।
আসেন শুরু করি।

আসেন আইজকা থেকে মইনুল-রে 'গুলাপ মিয়া' কইয়া ডাকি।
হে আমাগো গবরে গুলাপ ফুল।
হেরে যাই কন হে গুলাপই থাকবো।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অতিথি এর ছবি

আটকের কারন বোঝা ও দুইজনের তুলনামূলক বিচারই গনতন্ত্রের পথ,আমরা তুলনামূলক বিচারবোধ হারেয়ে ফেলছি,তবে অন্ধ বিতর্ক কাম্য নয়, নিরবতাও নয়!

The world is a dangerous place, not because of those who do evil, but because of those who look on and do nothing. -- Albert Einstein

- অপ্রিয়

অমিত আহমেদ এর ছবি

উত্তম প্রস্তাব।
শুরু হোক তবে।
অতিথি লেখকের পরিচয়টা জানা হলো না অবশ্য!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

আড্ডাবাজ এর ছবি

অতিথি ব্রাদার,
রাজাকারদের নিয়ে টানাটানির ব্যাপারে আমার আগের মন্তব্য নিয়ে আওয়াজ দিলেন না যে? আইডিয়াটা ভাল মনে হলে আওয়াজ দিয়েন। অপেক্ষায় অফিসে বসে আছি..।

অতিথি (রেনেসা) এর ছবি

ভাই সকল,

- 'রেনেসা' নামে লিখছি।

- ভাই আড্ডাবাজ, তাদের সম্পর্কে প্রথম লেখাটা আমিই পোষ্ট করছি তাহলে

"নারীদের পোষাক সংস্কৃতি কী তাহলে পাক দোসাররা গ্রাস করবে"

কুইক দিয়ে দিচ্ছি, নো টেনশন।

অতিথি এর ছবি

হাসিনার ১০০ টি দোষ কিন্তু খালেদার ১০১ - এই বেশীটি হচ্ছে নির্বাচন বিমুখতা বা ক্ষমতা হারানোর ফোবিয়া. পাঁচ বছর যা খুশী করুন তারপর জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। অপশাসন চালালে জনগণ ক্রমাণ্ময়ে উভয়কেই প্রত্যাক্ষান করবে. গত তিন টার্মে ক্ষমতা ছাড়ার বিশ্লেশন করলেই সব পরিস্কার হবে। জনগণেরও উচিৎ যারা তাদরেকে দুর্নিতি বা চক্রান্ত করে ক্ষমতার হিসাবের বাইরে রাখতে চাচ্ছে তাদরেকে পরিত্যাগ করা. জনগণের রাজনীতি সচতেনতাই একমাত্র পথ, স্টান্টবাজি নয়, যা এই পক্রিয়াকে যুগ যুগ পিছিয়ে দিবে.

- অপ্রিয়

আরিফ জেবতিক এর ছবি

অতিথিদের লেখা পড়বো কী,নাম জিজ্ঞেস করতে করতেই তো হয়রান হয়ে যাই।

আপনার প্রস্তাব ভালো মান্যবর অতিথি।
তবে অন্যকে লিখতে না বলে আপনি নিজে শুরু করে দিলে হয় না?
অন্যরা আপনার পোস্টেই না হয় আলোচনা করে যেত।:)
কী বলেন?

অতিথি (রেনেসা) এর ছবি

অতিথি লেখক

নাম: রেনেসা

আড্ডা বাজের প্রস্তাবে একমত। নিজে একটা পোষ্ট দিয়েছি এই নামে
"আমাদের নারীদের পোষাক সংস্কৃতি কি পাক-দোসররা গ্রাস করবে''?

-রেনেসা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।