• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বৃষ্টি অন্ধকার কিংবা প্রজপতির ডানা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৬/০৯/২০০৭ - ৪:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্য ডোবার আগেই আধারে ঢেকে গেছে আঙ্গিনা । আলোহীন অন্ধকুপে জন্ম নেয় যেমন ধবল পূর্ণিমা , তেমনি আলোর রাজ্যে এই ভরদুপুরেই অবাক অমল আধাঁর । আহা ! এমন আধাঁর, অমল আধাঁর কখনও দেখিনি আর !! দেখার কি কথা ?? কেউ কি আলো ছেড়ে কালো চায় ?? সেই জনম কালোই ফিরে ফিরে আলো চায় । অথচ আমরা ঘুরে ঘুরে সেই কালোর কাছে আসি ; তবে কি আলো চাই ??
জন্ম হলো অন্ধকারে ; তারপর, তারপর লেফট-রাইট লেফট ;পিছে পড়ে থাকে সারি পেন্সিল কলম খাতা ক্লাস বন্ধু আর পরিচিত অপরিচিত স্বজন সময় কাল, আমি দমে দমে পারি দেই একেটা কক্ষপথ ঘড়ি ধরে সময় গুনে গুনে । আমার প্রতিটি হৃদয়স্পন্দনে জমে থাকে স্মৃতি যা জমাট বেধে হতে থাকে বিস্মৃতি । স্মৃতি আর বিস্মৃতির হাত ধরে হঠাৎ ই বাংলাদেশ টেলিভিশনে বেজে ওঠে ঝংকার ; পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল ............. এক অবাক বিস্ময়ে হতাক হয়ে তাকিয়ে থাকি আমাদের বিনোদন বাক্সের দিকে , শুনি জয়োল্লাস 'গনতন্ত্র মুক্তিপাক স্বৈরাচারী নিপাত যাক ।' শব্দার্থ বোঝার আগেই মেরুদন্ডে অবাক শিরশিরি , টান টান হয়ে দাড়িয়ে ওঠি অচেনা অনূভবে । সবে হাফ প্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট , স্কুলের ইউনিফর্ম পড়ে বার্ষিক পরীক্ষা দিতে যাবার তাড়া । আমি পরীক্ষার জন্য ঘরের দুয়ার ছেড়ে বেড়িয়ে আসি আর মন পড়ে থাকে অচেনা গান শোনার আশায় ..........
সবার চোখের দীপ্তি এবার হবে ? কি হবে তা বুঝতে বুঝতেই চোখের দূত্যি গুলো মিলিয়ে যায় । তারপরও একবারে হারায় না । নক্ষত্রের কম্পমান আলোয় ধ্রুব তারার সাথী হয়ে চলে সময় । সেই একই কক্ষপথ একই ঘূর্ণনে ............. আবার কানে বাজে কিছু বিচিত্র বাক্য এরশাদ আমলই ভালো ছি ল । তবে কি আবার আমরা কালোর মাঝে এলাম আলো ছেড়ে ???
বাবা অভয় দেয় কিছু মানুষ এমনই ভাবে । স্বাধীনতার পর বাবাও এমন আহাজারি শুনেছে অনেকের .. পাকিস্থান আমলই ভালো ছিল ............. অভয় পাই বাবর কথায় । এইবার আমরা আলোর দেখা পাব । সূর্য সারথী হবো । সূর্য হয়তো থাকে কিন্তু তার সারথী হওয়া হয় না । আমি ও ছায়া খুজিঁ । ছায়া খুজতে কুঝতেই বিশ্ববিদ্যালয় গন্ডিও পেরিয়ে যায় ; আমার আর সূর্যের সারথী হওয়া হয়না । আমার চোখে তখন কেবল পূর্ণিমার নেশা ,মনে বৃষ্টির গান । বৃষ্টিতেও ভেজা হয় না তার আগেই উঠে যায় জোৎস্না । রোদ-বৃষ্টি-জোৎস্না আমরা ক্লান্ত হয়ে যাই ।

যেমন ক্লান্ত হয়ে বৃষ্টি থেমে যায় । আধার ফিরে যায় আলোর কাছে !! তাই আলোও কি ফিরে কালোর কাছে ? প্রজপতিরা নিঃশব্দে উড়ে যায় মুধ খুজে ।
আর আমি পড়ে থাকি প্রজাপতির ডানার ছোপ ছোপ কালোর মাঝে । যে জীবন দোয়েলের ,ফড়িং-এর মানুষের চোখ কেন খুজে ফেরে প্রজাপতির ডানায় কোন অচেনা স্বপন । রাহা, ২০০৭ সেপ্টেম্বর ০৬


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

সবাই মিলে বেঁচে থাকার ভরসা ওদের করুক তাড়া
ভালো লাগলো ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

রাহা,
আপনি নিজের নামে লগ ইন করেও পোষ্ট করতে পারেন এখন।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দ্য সান উইল রাইজ টুমরো।

রাহা এর ছবি

অসংখ্য ধন্যবাদ কনফু......

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।