শেখ হাসিনাকে আমার বলবার
মতো কিছু নেই
খালেদা জিয়াকেও নয় -
আরো যারা মায়ের অঙ্গপ্রত্যঙ্গ
বেচে খায় - তাদেরও
কিছু বলার নেই
তবে জামায়ত শুয়োরের বাচ্চা
'৭১ এর মতো '০৭-এ এসেও
সেনাবাহিনীর আঁচলে।
দুঃখ শুধু এ বাহিনী
আমাদের॥
--------------------------------------------
নিবিড় - অতিথি লেখক
মন্তব্য
ঠিক তাই।
ছোট্ট অবয়বে আবেগের উচ্ছ্বাস!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
উহারা আঁচলের আশ্রয় ছাড়া বাঁচে না। যে তরুলতা পরাশ্রিত হয়, তাহাদের পরগাছা বলে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
কিংবা পরজীবি - কৃমির মতো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পরজীবী এমনি হয়।
নতুন মন্তব্য করুন