নিঃসঙ্গতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৯/০৯/২০০৭ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

খুব শান্ত একটা নদী...
অল্প অল্প লু হাওয়া চোখ আর ঠোঁটে এসে লাগছে...মাঝে মাঝে...
দূরে ঐ পারে কয়েকটা কৃষ্ণচূড়া জ্বলজ্বল করছে...
মাথার উপরের বঠ গাছটা ভেদ করে মাত্র কয়েকটা রস্মি গায়ে এসে লাগছে...
একটা গরু দূরে কোথাও ডেকে উঠলো...
একটু দূরে ঘাটে বাঁধানো খালি নৌকাটা একটু একটু করে দুলছে...

হাল্‌কা একটা দমকা বাতাস বয়ে গেল আশেপাশের ধানক্ষেতগুলো দিয়ে...
একটা ফিঙ্গে উড়ে কাছে এসেই আবার ভয় পেয়ে পালিয়ে গেলো...

নদী দিয়ে শুকনো অবহেলিত একটা কৃষ্ণচূড়া ভেসে গেলো...
চারিদিকটা কেমন যেন সাদাকালো...
কৃষ্ণচূড়াগুলোরও রঙ যেন হারিয়ে গেছে...

--> অতিথি লেখক দ্বিধা


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

ছোপ ছোপ চিত্রগুলোকে জোড়াতালি দিয়ে যে মহাকাব্য হয়ে গেল! আনমনা চিত্রগুলো ভালো এঁকেছেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

বাহ চমৎকার চিত্রকল্প । ভালো লাগলো ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।