ই ইউ রেজ্যুলুশন ও সাম্প্রতিক শীথিলিকরন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৯/২০০৭ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি প্রধাণ উপদেষ্টা বেশ কিছু কানুন শীথিল করেছেন, তার এক দিন আগে ই ইউ পার্লামেন্ট বাংলাদেশের উপর একটি রেজ্যুলুশন প্রকাশ করেছে, সাম্প্রতিক শীথিলিকরনে এর কোন ভূমিকা আছে বলে মনে হয়?

http://www.europarl.europa.eu/sides/getDoc.do?pubRef=-//EP//TEXT+TA+P6-TA-2007-0385+0+DOC+XML+V0//EN&language=EN

- অপ্রিয়


মন্তব্য

হিমু এর ছবি

রেজোলিউশনের একটি সারমর্ম আলোচনা করবেন কি?


হাঁটুপানির জলদস্যু

হাসান মোরশেদ এর ছবি

তা হলে আরো ভালো হয় ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।