আমার কলম নামিয়ে রেখেছি মাটিতে
এখন তোমরা তোমাদের চোখ
সরিয়ে নিতে পারো ।
এখন আমাকে ঘিরে
মাথায় আকাশ ভাঙা অন্ধকার
আমার আস্তিনের আড়ালে এখন
গুটিয়ে রাখা বিদুৎ
ঝড়ের বেগে বয়ে চলেছে
মা,মাগো বলে ক্ষিধেয় ককিয়ে ওঠা
এক কবন্ধ চিৎকার ।
আমার একটা অসাড় হাত
আমি দেখতে পাচ্ছি
সামনে সর্বনাশের দিকে ছড়ানো
আমি চাইছি প্রানপণে হাতটা উঠিয়ে আনতে
কিন্তু পারচ্ছি না।
চাইছি
কিন্তু পারছি না।
--মূক
মন্তব্য
আরে! এই লেখায় কোনও মন্তব্য নেই কেনো? তখন আমি ছিলুম না বলে?
আহা, সেই রিখি, সেই হার হাইনেস আর সক পাপেটিং।
নষ্টালজিক হয়ে গেলুম!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন