এইভাবে কতবার হারিয়েছি আমি--
অচেনাকে ভুলে গিয়ে কতবার, কতবার!
আঁধারের গ্রাসে ত্রস্ত কিছু প্রাণ
কখনো কি জানে আমাদের হারাবার কিছু নেই?
খুঁজে পাবোনা কিছুই যা হারায় অহর্নিশ,
হারিয়েছি তাই মানি------
আমাদের হারাবার কিছু নেই;
কত কন্ঠস্বর চাপা দিয়ে গেছে নির্বীজ মস্তিস্ক---শেষবার
কবে যেন ছিল?----সময়ের মতই বিস্মৃত যেন
উর্বর দুপুর, স্তব্ধ মধ্যরাত।
(এরশাদ আলমগীর)
মন্তব্য
"কত কন্ঠস্বর চাপা দিয়ে গেছে নির্বীজ মস্তিস্ক---শেষবার
কবে যেন ছিল?----সময়ের মতই বিস্মৃত যেন উর্বর দুপুর, স্তব্ধ মধ্যরাত।"......দারুন লাগলো আমাদের স্বাভাবিক বিস্মৃতি প্রবনতার বোধের বয়ান পড়ে!...চালিয়ে যান দাদা...cheers!
ভালৈছে।
নতুন মন্তব্য করুন