.....হারাবার কিছু নেই

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শুক্র, ১৪/০৯/২০০৭ - ৩:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইভাবে কতবার হারিয়েছি আমি--

অচেনাকে ভুলে গিয়ে কতবার, কতবার!

আঁধারের গ্রাসে ত্রস্ত কিছু প্রাণ

কখনো কি জানে আমাদের হারাবার কিছু নেই?

খুঁজে পাবোনা কিছুই যা হারায় অহর্নিশ,

হারিয়েছি তাই মানি------

আমাদের হারাবার কিছু নেই;

কত কন্ঠস্বর চাপা দিয়ে গেছে নির্বীজ মস্তিস্ক---শেষবার

কবে যেন ছিল?----সময়ের মতই বিস্মৃত যেন

উর্বর দুপুর, স্তব্ধ মধ্যরাত।

(এরশাদ আলমগীর)


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

"কত কন্ঠস্বর চাপা দিয়ে গেছে নির্বীজ মস্তিস্ক---শেষবার
কবে যেন ছিল?----সময়ের মতই বিস্মৃত যেন উর্বর দুপুর, স্তব্ধ মধ্যরাত।"......দারুন লাগলো আমাদের স্বাভাবিক বিস্মৃতি প্রবনতার বোধের বয়ান পড়ে!...চালিয়ে যান দাদা...cheers!

আরিফ জেবতিক এর ছবি

ভালৈছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।