পৃথিবীর সব সুখ সাথে করে
ঘরে ফেরে ওরা
চাদেঁর সাথে---ভুবনের রথে এ
চংক্রমিত পথরেখা ছেঁড়া
বিটপের মত পিষে যায়
সারি সারি সুখ ধেয়ে ধেয়ে
অনেক কাছের গেহে হায়!
তবু দূরে পড়ে থাকে পথপাশে
জীবনের দীর্ঘশ্বাস
বিগত সবুজ দেহে;
আকাশের লাশে ----মেঘেদের পিঠে
স্বপ্ন-কৃকলাস।
(এরশাদ আলমগীর)
মন্তব্য
আপনার আরেকটা পোস্ট খানিক পরে প্রকাশ করব। এক জনের পোস্ট পরপর কয়েকটা হয়ে গেলে দৃষ্টি কটু হয়। দুঃখিত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সেটা কোন বড় সমস্যাই নয়। অনেক ধন্যবাদ আপনাকে।
রয়েসয়ে ...।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন