পথচিহ্ন

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শনি, ১৫/০৯/২০০৭ - ১২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টি ভেজা পথে হেঁটে গেছি কত.....

নির্বাক কতক দৃশ্যপট ফিরে গেছে সাথে

একা একা পথ ভুলে গেছি

পথের মত ক্লান্ত হয়ে মেঘলা

দিনে উল্টোপথে বাতাসকে ধেয়ে

গেছি অদৃষ্টের মত.....

(এরশাদ আলমগীর)


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

ভালো চলছিলো। আরও বাড়ালে ভালো লাগতো, আরো অর্থবহ হতো, মনে হতো না যে দুম করে শেষ হয়ে গেছে। অবশ্য লেখকের স্বাধীনতা সবার ওপরে।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ershad alamgir এর ছবি

তিথিকে ধন্যবাদ। কিন্তু আমার সমস্যা হল মাঝে মাঝে এমন হয় যতক্ষণ কবিতার একটা ঘোরের মধ্যে থাকি সে সময়টাতেই সব বলে শেষ করতে হয়, ঘোর কেটে গেলেই আর কিছু ভাবতে ভালো লাগেনা। এই শব্দগুচ্ছ গুলো-ও সেরকমই একটা সময়ের ফসল। তবে তাকে কি কবিতা বলা যায় কিনা জানিনা। তাই সে নামে তাদের ডাকলামনা। কিন্তু চিন্তার ভাষাই কি পক্ষান্তরে কবিতার জন্মসূত্র নয়??? কি জানি?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।