মুখোমুখি
মারজুক আফগান
একদিন হয়ত সেদিন আসবে
আমরা বসবো মুখোমুখি
তোমার দস্তানা হয়ত খুলে দিবো আমি
তোমার মুখে মুখোস্ত দৃষ্টি রেখে-
শরতের আকাশে পালতোলা মেঘ ব্রৃষ্টিহীন তাই
হয়ত নামিয়ে রাখবে তুমি তোমার আনত চোখ।।
অসময়ের ঢেউগুলো সময়ের গহ্বরে বিলিন হয়ে যাবে
ডুবে যাবে শনি, জেগে থাকবে আধ খাওয়া চাদ
আমাদের আধ খাওয়া জীবনের মত-
ওনেকগুলো শস্য বছর পরে, নবান্নের সন্ধায়
দুজনই যখন কাটিয়ে এসেছি পিতৃমাতৃহীনতার শোক।
একদিন হয়ত সময় আসবে
আমরা বসবো মুখোমুখি।
বেলা না অবেলা হয়তো ভাববো না সারাবেলা
রংগমুখোর জীবনপটে সাংগ ততদিনে অনেক খেলা,
ভীড়ের স্রোতের অনুকুল যাত্রায়-
নতুনের দীর্ন কালের ক্লেশে, তুমি হয়ত জরাজীর্ন
আমি হয়ত আরো দীন, হেলায় কাটায়ে ওবেলা।
একদিন হয়ত সময় আসবে
আমরা মুখোমুখি বসবো।
হয়তো আসবে তুমি অভিসম্পাত দিতে
বুকে সন্তান, পিঠে সবল সোহাগি বাহু-
রাহু গ্রাসে নিবু নবু তবু তোমার স্বত্বা
সংগে এনেছো তাই দায়ী প্রেতাত্তার স্রাদ্ধ বারতা।
না দেখা এক মুখ ভার করে ছিলো বুক
এতোটা কাল ,এতোটা সময়
সে কি শুধু দুরের মায়া-
প্রথম পা ফেলা পথ কতটা পরিচিতো?
তবে কি সাজঘরের বাইরেই কাটালে সারাটি বেলা।
একদিন হয়ত সময় আসবে
আমরা বসবো মুখোমুখি।
আঘাটে এসে পড়বে চেনা ঘাট ছেড়ে
জীবনের জটিল জোয়ার নাকি ভাটার টানে-
বুঝবে হয়ত ফেলেছো নোঙর আঘাটে,
সময়ের আয়নায় বিম্বিত হবে হয়ত
ঘাটই আঘাট আঘাটই ঘাট,যদিও অনেক পরে।
একদিন হয়ত সময় আসবে
আমরা বসবো মুখোমুখি,
হয়ত আরো ওনেক গুলো শরত শেষে
প্রজন্মান্তরে তখন জীবনের জোয়ার-
জরা ক্লিষ্ট আমরা হয়ত দেখছি নতুনদের উতসব,
অস্তাচলের সূ্র্যের মতো
জীবনের ওধিকটা বেলাই কাটিয়ে এসে।
একদিন হয়ত তুমি আসবে
মুখোমুখি বসবো আমরা।
নষ্ট গদ্দের ভিরে লগি ফেলে খুজবো কাব্বিক নাব্যতা
হাজারো স্বপ্নের লাশ ভেসে উঠবে দৃষ্টির মোহনায়
স্বৃতির জানালা খুলে সময়ের গ্লাসে করব পান-
জন্ম জন্মান্তরে আমাদের শ্রেনীভেদের ওবখ্খয়,
মুহূর্তের অমুহু্র্তিক দ্বিধায় আমৃত্যু অশ্রুপাতের ধারাপাত।।
মন্তব্য
তারপর?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
তার আর পর থাকে না, সময়ের সেখানেই সমাপ্তি।
বাহ!
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন