ব হুদূর
ভেসে আসে দক্ষিণা
ভোরের নখরামি চক্ষূশুল,
অভাগীর প্রাণহানি অকারনে।
খুব কাছে
পরে থাকে লজ্জা
মুচড়ে উঠা চোখের
পিচুটি মাখা চাহনীতে
সত্যের ঝলকানি,
ফের অভাগীর প্রাণহানি অকারনে।
কোথায় যে
মত্ত সুখ
নিম্ন জাতের ছেনালিতে
দগ্ধ হয়ে এদিকে মরে
সাধু-শয়তান একসাথে।
আবারও হয়,
অভাগীর প্রাণহানি অকারনে।
____ঈভ__neeljool@gmail.com
মন্তব্য
নতুন মন্তব্য করুন