রাজনৈতিক মেন্যু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৩/০৯/২০০৭ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাস্টমার: কি আছে আজকের মেন্যুতে?
ওয়েটার: ডাক উইথ অনিয়ন, ডাক উইথ গার্লিক, ডাক উইথআউট অনিয়ন, ডাক উইথআউট গার্লিক এবং ডাক উইথআউট অনিয়ন অর গার্লিক।

শিক্ষক: কি কি রাজনৈতিক দল আছে বাংলাদেশে?
ছাত্র: এ-দল, অ্যান্টি এ-দল, অবসরপ্রাপ্ত অ্যান্টি এ-দল, সরকারি অ্যান্টি এ-দল বেসরকারি অ্যান্টি এ-দল ইত্যাদি..

- অপ্রিয়


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

হে বংগ ভান্ডারে তব বিবিধ রতন
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হিমু এর ছবি

প্রিয় অপ্রিয়, আপনার ইমেইল ঠিকানাটি দয়া করে যোগ করবেন। আপনার অন্য কোন ব্লগ যদি নিয়মিত সাম্প্রতিকীকরণ করে থাকেন, তবে সেটির ঠিকানাও দয়া করে জানাবেন।

ধন্যবাদ আপনাকে।


হাঁটুপানির জলদস্যু

ইশতিয়াক রউফ এর ছবি

মজা লাগলো পড়ে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।