Bangladesh under the Mullahs

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৯/০৯/২০০৭ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Friends of Bangladesh,
Friends of secular democracy,
Friends of humanity,

Hello People,

Not too long ago, there was a squabble over an umbrella with an army officer and a student at Dhaka University. That incident took the shape of an anti-Army-backed CTG movement across the country that sought to address a growing list of grievances of the students and the nation as a whole, but was effectively squashed by the army. Teachers and students were beaten, arrested, and made to bow down and seek unconditional apologies. Universities were shut down... and the biggest of all the universities in Bangladesh, Dhaka U, is still closed. Scores of students and teachers are rotting in jail without trials. Street protests and rallies are illegal under the STATE of EMERGENCY. Newspapers and TV channels have been directed not to publish any dissident views - none at all. All the channels appear to be BTV.

In a striking contrast, religious rights are marching the streets of Dhaka and other cities without fear of retribution whatsoever, save a few token lathi charge from the police!!!

Benign cartoons are made to be issues of these rallies.

BRAVE Matiur Rahman is bowing down to the Khatib and BEGGING apology - that too AFTER sacking his magazine's editor for no fault of his own. Thus far, Matiur Rahman has made no attempt to get the 20-year old cartoonist out of custody. None of the other dailies are publishing any news to protest any of these human rights violations.

Just yesterday, thousands of Hijb ut Tahrir workers, mostly recruited at the private universities in Dhaka and elsewhere, brought out rallies (yes, while the Emergency is still on) with anti-Semite, anti-democratic slogans, with apparently little or no resistance from the government.

Please - raise you voices, write to wherever you can - may be directing efforts toward the UN would be best, since they are having a meeting as we speak. Of course, all this is only if you agree with the plea... otherwise, disregard this email.

And yes... I have attached a few photographs from the rallies yesterday. They were published in e-bangladesh photoblog... judge 'em yourself.

Peace (something we are losing faster than one would imagine)
Iconus Clustus


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

ইমেইল থেকে সরাসরি তুলে দেয়া হলেও সমসাময়িক বক্তব্যের কারণে লেখাটা প্রকাশিত হলো। কিন্তু লেখককে অনুরোধ করবো, ব্লগে দিবার আগে প্রয়োজনীয় সম্পাদনা করে নেবার জন্যে।
সর্বোপরি, দয়া করে বাংলায় লিখবেন।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অরূপ এর ছবি

কনফুসিয়াসের সাথে সহমত..
আপনার ব্লগ কি এটা? । জানালে বাধিত হতাম

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সৌরভ এর ছবি

আইকনাস ক্লস্টাস, আপনাকে বিভিন্ন জায়গায় বিশেষ করে ইংরেজি ব্লগে কমেন্ট করতে দেখি।
আপনি আলাদা করে কোথাও লিখছেন?



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

ঠিকাছে । বাংলা হলেই ভালো হয় ।
----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

ভালো লাগলো পড়ে। ছবিগুলো দেয়া যায়না? দেখা যেত
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হিমু এর ছবি

বাংলার ব্যাপারে খুব জোরদার অনুরোধ জানাচ্ছি। সচলায়তন বাংলা ব্লগিংকে উৎসাহিত করে।


হাঁটুপানির জলদস্যু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।