কিছু রঙ দেবে তোমার রঙধনু হৃদয় থেকে?
কালো ক্যানভাসে সাদা আস্তর মেখে একা আমি।
বেরঙীন রোদতাপে দেখি ধু ধু মরুভূমি।
বৃক্ষছাযা়র আশায় সুদূরের হাতছানি।
স্বপ্নের চৌকাঠে চৈতালী হাওযা় কাঁপে
সম্মোহিত হতে রই কান পেতে।
নাম নেই কেনরে ভাই? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
মন্তব্য
নাম নেই কেনরে ভাই?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
নতুন মন্তব্য করুন