মোসতাকিম রাহী
----------------
কিছুই যাবে না ফেলা!
স্বল্প আদর-অল্প উষ্ণতা-একটু অবহেলা।
ঘোমটা ঢাকা একফালি চাঁদ
ভালোবাসার এই রঙিন ফাঁদ
গোলাপ-বেলির মালা
যাবে না কিছুই ফেলা!
অতি অবুঝ দু'টি পাগল
ভাঙতে চায় যে সব অর্গল
ভেজা-উষ্ণ-লবণ-ঘামে
সোনার তনু সোনার দামে
কেনা হবে আজকে রাতে, নয়কো হেলাফেলা!
যাবে না কিছুই ফেলা!
দু'জন কাঙাল প্রেমের সাধে
খুব নীরবে খুব যে কাঁদে
লোনা জলে একপলকে নদী কীর্তনখোলা!
কিছুই যাবে না ফেলা।
মন্তব্য
কবিতাটি চমৎকার।
কিন্তু আগে সামহয়ারে পড়েছি, পরশু পড়লাম প্যাঁচালীতে। তবে কেন একই লেখা দিয়ে বিভিন্ন ব্লগের পাতা ভরানো? যতটুকু জানি সচলায়তন ব্লগারদের অপ্রকাশিত লেখা প্রকাশেই উৎসাহ দেয়। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
একাধিক প্রকাশনা বিষয়েঃ
একই লেখা বিভিন্ন স্থানে পোস্ট করাকে সচলায়তন জোরালোভাবে নিরুৎসাহিত করে। ইন্টারনেটে যেহেতু সব সাইটেই নিখরচায়/নির্ঝঞ্ঝাটে লেখা পাঠ করা যায়, সেকারনে প্রকাশিত লেখার বারংবার প্রকাশ আশা করা হয় না।
ভবিষ্যতে এ বিষয়ে নীতিমালায় পরিবর্তন আসতে পারে। লেখকদের মনোযোগ আকর্ষন করা হল..
প্রথম পাতা থিকা সরায় দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অরূপদা,মাহবুব ভাই,ধন্যবাদ আপনাদের। সচলায়তনে এর আগে পুরনো লেখার প্রকাশ দেখেছি বলেই লেখাটি পোস্ট করেছি। তাছাড়া আমার অ্যাকাউন্ট এখনো সক্রিয় হয়নি, তাই পুরনো লেখা দিয়েই আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। যাতে আমাকে সচল করেন। সচল হওয়ার পর অবশ্যই নতুন লেখাই পোস্ট করবো।
নতুন মন্তব্য করুন