সবকিছু ভেঙ্গে পড়ে, সবকিছু;
মনের গোপন আশা ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে কামনা-বাসনা,
স্বপ্ন গুলোও ভেঙ্গে পড়ে।
হৃদয়ের ফেনিল ভালবাসা ভেঙ্গে পড়ে।
শুন্য হৃদয়ও ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে মানবতা।
ভেঙ্গে পড়ে ইট-কাঠ, কংক্রিটের দালান গুলো।
ভেঙ্গে পড়ে কৃষকের স্বপ্ন, শ্রমিকের দেহের ঘাম।
ভেঙ্গে পড়ে যুবকের দীর্ঘশ্বাস।
বেকারের সোলহীন সেন্ডেল ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে শহীদের রক্ত।
ফাঁকা রাস্তায় থকথকে রক্ত ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে সৈরতন্ত্র, পুলিশের লাঠিচার্জ।
মিলিটারীর অন্যায় গুলীও ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে আন্দোলন, প্রতিবাদ।
স্বাধীনতা ভেঙ্গে পড়ে পরাধীনতার ছোয়ায়।
মৃত্যু ভেঙ্গে পড়ে অনন্তের নেশায়।
ভেঙ্গে পড়ে সুখ-দুঃখ, হাসি-কান্না।
কবির কবিতা, লেখকের লেখা ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে শানহীন তরবারী।
মানুষের মাথায় ভেঙ্গে পড়ে আকাশ।
নদীবক্ষে ভেঙ্গে পড়ে নীলাভ জোছনা।
ফুরফুরে হাওয়া ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে নীলিমায়।
মানুষ ভেঙ্গে পড়ে দুঃখে, শোকে, যন্ত্রনায়।
বিশ্বাস ভেঙ্গে পড়ে অবিশ্বাসের চিৎকারে।
আকাশ ফেটে অশ্রু ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে প্রকৃতি।
যুদ্ধ, বিগ্রহ, অশান্তি ভেঙ্গে পড়ে।
ধর্ম ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে দর্শন।
বেদ, বাইবেল, কোরআন ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে সন্দেহ, অবিশ্বাস।
ভগবান, গড, আল্লাহ ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে ধরনী, মহাবিশ্ব।
ভেঙ্গে পড়ে আলো, অন্ধকার, ফর্সা, কালো।
সবকিছু ভেঙ্গে পড়ে, সবকিছু।
মায়ের মধুর হাসি, বোনের স্নেহ ভেঙ্গে পড়ে।
ভেঙ্গে পড়ে পিতার শাসন।
কান্না ভেঙ্গে পড়ে নয়নজলে।
দীঘির পানি, সমুদ্রের ঢেউও ভেঙ্গে পড়ে।
ভালবাসা ভেঙ্গে পড়ে নীরব চাহনীতে,
জীবন ভেঙ্গে পড়ে ব্যর্থতার গ্লাণিতে,
ভেঙ্গে পড়ে জন্ম অমরত্মের প্রত্যাশায়।
কচি কচি মুখ, নিশ্পাপ শিশু ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে নারীর সম্ভ্রম।
কামাতুর পুরুষের লালাঝরা জীব ভেঙ্গে পড়ে।
ভেঙ্গে পড়ে ধর্ষিতার আর্তচিৎকার।
শ্লোগান ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে বিদ্রোহ।
রাজনীতি ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে গনতন্ত্র।
বক্তৃতা ভেঙ্গে পড়ে উদ্ধত কন্ঠে,
ভেঙ্গে পড়ে ভন্ড রাজনীতিগণ,
ভেঙ্গে পড়ে তাদের অসত সম্পদ।
মিথ্যে ভেঙ্গে পড়ে সত্যের গর্জনে।
সবকিছু ভেঙ্গে পড়ে, সবকিছু।
পাপ, পন্কিলতা ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে পবিত্রতা।
প্রেম, কাম, চুম্বন ভেঙ্গে পড়ে রাতের আধারে।
শিশ্নের কাঠিন্য ভেঙ্গে পড়ে,
ভেঙ্গে পড়ে স্তনের কোমলতা।
ওষ্ঠ ভেঙ্গে পড়ে ওষ্ঠের পীড়নে।
ব্যর্থতা ভেঙ্গে পড়ে হতাশার ছোয়ায়।
মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা ভেঙ্গে পড়ে
ভেঙ্গে পড়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান।
যীশু ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে মুহম্মদ।
ভেঙ্গে পড়ে ধর্মান্ধদের ভয়াল চিতকারে।
সবকিছু ভেঙ্গে পড়ে, সবকিছু।
বিঃ দ্রঃ কবিতাটি আমার অতি প্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আজাদের প্রথম উপন্যাস "সবকিছু ভেঙ্গে পড়ে" পড়ার পর অনুপ্রাণিত হয়ে লেখা।
মন্তব্য
নাম নেই কেনো?
বিপ্লবের গন্ধ পাই।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন