ব্লগ একশন দিবস

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Tue, 09/10/2007 - 4:41pm
Categories:

ইংরেজী থেকে অনুবাদ করা এবং এক্ই সাথে
ব্লগস্পটে এবং সামহোয়ারে প্রকাশিত।

অনুবাদের ভুল-ত্রুটির জন্য অগ্রীম ক্ষমা কামনা করছি।

পোস্টে "আমরা/আমাদের" বলতে আয়জকদের বুঝান হয়েছে।

--------------------------------------------
ব্লগ একশন দিবস

আগামী ১৫ই অক্টোবর, ২০০৭ ইন্টারনেটের সকল ব্লগাররা এক হবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত প্রকাশের জন্য। ২০০৭ এর নির্বাচিত বিষয় হচ্ছে "পরিবেশ"। প্রত্যেক ব্লগার তাদের ব্লগে নিজের নির্বাচিত পরিবেশ বিষয়ক পোস্ট করবে।আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে তার নিজস্ব চিন্তাধারার প্রকাশ ঘটাতে পারেন পরিবেশ বিষয়ে।

আমরা আশা করছি সকল দেশের ব্লগাররা স্বতস্ফুর্ত ভাবে তাদের চিন্তাধারার প্রকাশ ঘটাবেন উপরে উল্লেখিত বিষয়ে তাদের নিজস্ব ব্লগে।

আপনাকে যা করতে হবে:

ব্লগ পোস্টের তারিখ ১৫ই অক্টোবর

আপনার পছন্দমত পরিবেশ বিষয়ক একটি ব্লগ পোস্ট করুন ১৫ই অক্টোবর।

উদাহরণ হিসেবে আপানর ব্লগটা হতে পারে অর্থ বিষয়ক, অর্থাৎ আপনি কিভাবে অর্থ বাচাতে পারেন আপানর বাড়িতে পরিবেশ বান্ধব উপায়ে। একইভাবে, সামাজিক-রাজনৈতিক বিষয়ক পোস্টের মাধ্যমেও আপনি মত প্রকাশ করতে পারেন পরিবেশ বিষয়ক আপনার চিন্তার মাধ্যমে।

আপনার পোস্টে কোন সুনির্দিস্ট এজেন্ডা না থাকলেও চলবে, আপনার পোস্টটা যাতে অন্যান্য ব্লগার এবং যারা ব্লগ পড়বেন তাদের চিন্তার খোড়াক জোগাতে পারে আপনার ইস্যুতে সেদিকে দৃস্টি দিতে পারেন। আমাদের কোন নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার ইচ্ছা নেই, উদ্দাশ্যটা হচ্ছে আপানার আইডিয়াটা উপস্থাপন করা আলোচনার জন্য। তাই আপনি লিখুন আপনার যা মনে হয় পরিবেশ বিষয়ে আপনার ব্লগে, এবং খেয়াল রাখুন যাতে তা ১৫ই অক্টোবরই প্রকাশিত হয়।

আপনি আরও যা করতে পারেন:

আপনি ব্লগ একশন দিবসের বিভিন্ন ব্যানার আপনার ব্লগে প্রকাশ করতে পারেন আপনার ব্লগে এখান থেকে অথবা ঐদিনের আপনার ব্লগ থেকে আপনি যা উপার্যন করবেন তা দিতে পারেন আপনার পছন্দমত কোন পরিবেশ বিষয়ক সংগঠনকে।

আপনার ব্লগ রেজিস্টার করুন:

আপনি আপানর ব্লগ রেজিস্টার করতে পারবেন এই পরিবেশ বিষয়ক আন্দোলনে জন্য এখানে

আপনাকে ধন্যবাদ ব্লগ একশন দিবসে অংশগ্রহন করার জন্য।


Comments

আরিফ জেবতিক's picture

সংবাদের জন্য ধন্যবাদ।
তবে পরিবেশের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় বিশ্বের ব্লগারদের আছে বলেই মনে করি আর তাই একাত্ম হতে গেলাম না।

অতিথি লেখক's picture

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আরিফ ভাই এবং একমত।

তবে একটু ঘুরিয়ে যদি চিন্তা করি, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ না বলেই মনে হয়।

আজকের ইস্যু যদি পরিবেশ হয়, যেখানে বিভিন্ন দেশ এইং জাতির ৭০০০ প্লাস ব্লগার একই দিনে একটা বিষয়ের উপরে লিখবেন বলে জানিয়েছেন, সেই ইম্প্যাক্ট কিছুটা হলেও সংশ্লিস্ট অথরিটিকে নাড়া দিবে। সেটা প্রথম বিশ্ব হোক আর তৃতীয় বিশ্ব।

এখন যদি কদিন পরে আমরাও এরকম একটা কিছু করতে চেষ্টা করি যেটার ইস্যু থাকবে ইন্টারনেট মনিটরিং!! তাহলে কি খারাপ হবে?

অতিথি লেখক's picture

ব্লগ একশন ডে র আচডেট:

ব্লগ একশন ডে র নতুন একটি ভিডিও সামহোয়ারে এবং ব্যানার গুলো ব্লগস্পটের লিংকে দেয়া হয়েছে।

ধন্যবাদ।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.