মরনকে আধাঁরে ঢাকতে কেন চাও
আলোর মাঝে যার চিরন্তন বসবাস
হিংসায় লিপ্ত হও নিষ্ঠুরের মত
যার পথশেষ ভালবাসায়
ভালবাসা দেখলে মুখ ফিরিয়ে কেন নাও
তাহলে কি তুমি প্রানহীন দেহ।
মায়ের মুখে তাকিয়ে মিথ্যা কেন বলো?
সেতো তোমাকে সার্থক করেছে
বাবাকে অশ্রদ্ধা কেন করো?
তাকে ফিরিয়ে কার জন্ম সার্থক বলো।?
ফুল দেখলে তাকে সুন্দর কেন বলো?
তাহলে কি তুমি অসুন্দর?
প্রিয়ার শরীরে কেন উচ্ছলতা খুজে ফিরে
তাহলে কি তোমার লজ্জা উবে গেছে?
সাগরের মাঝে কেন মুক্তা খুজে ফিরে
তাহলে লোভ কি পরম ধর্ম?
ক্ষুধায় তুমি কাতরাও কেন?
তাহলে কাজে তোমার কি অনীহা?
কবিতার মাঝে প্রান কেন খুজো
এতো প্রানহীন শব্দমালা
এ যে জ্বালা এ যে কষ্ট
একে ছিড়ে ছিড়ে রক্তিম করো।
আমাদের কবিতায় এতো জ্বালা কেন?
রাজপথে এলে পিছে ফিরে যাওয়া কেন?
কবিতার জন্ম বহু আগ থেকেই বৃথা
এতে প্রান খুজো কেন?
একে নিশ্চিত মৃত্যু দিওনা।
আমি ও আমাদের কবিতা
বৃক্ষের বেড়ে ওঠাও কাকতালীয়তা
ভালবাসো একে শ্রদ্ধা করো একে
অফুরন্ত ব্যস্ত সময়ে... পরশ পেতে চাওতো?
বিদায়,
সৌপ্তিক
মন্তব্য
নতুন মন্তব্য করুন