কোন এক নিবিঢ় গভীরতায় ভালবাসা মিশে আছে
অশান্ত রজনীর দ্বারে ঘুমের আকুতি
হৃদয় দিয়ে পালন করা তোমার অপারগতা
উপমাহীন অশ্বর ভালবাসা বিস্মরনশীল যেন তুমি।
চিঠির পাতায় গোপন সংবাদ পৌছে যাবে ভালবাসার
জেনেছো দুর থেকে জানি তবু চলে যাবে
হায় আমার সখী,ভালবাসার মতন বেসেছো ভাল।
সদ্য কোন মেঘলা মেঘ আমার ভালবাসার মতন
উপায়বিহীন যন্ত্রনা মিশে আছে চরম অনীহা
মৃত্যুর অপেক্ষা কষ্টের সামিল তাই জর্জরিত আমি।
পিপাসা যেন চরম কষ্টের থেমে যাওয়া ভালবাসার মতন
ধুলো ভরা ছবি যেন পুরনো স্মৃতি রোমন্থ
আজ তাই অপেক্ষা উবে যাওয়া নক্ষএ ভ্রমন
আশাগুলো আজ অতিরিক্ত অনীহা দুরহ যন্ত্রনা
আজ এ-রকম মনে হয়।
বিদায়,
সৌপ্তিক
মন্তব্য
পড়লাম । নিয়মিত লিখুন ।
একটা ছোট্ট নোটঃ ডট সম্ভবতঃ তিনটার বেশী ব্যবহার করতে হয়না শব্দের পরে ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ। নিজের লেখা কবিতায় মন্তব্য পেয়ে। মোরশেদ ভাই আপনার পরামর্শ মনে থাকবে।। হাসান ভাই লিখব, মাইর খাইতে চাইনা......... হা হা হা
নতুন মন্তব্য করুন