বিরহী কষ্ট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২১/১০/২০০৭ - ৪:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালবাসার অন্তবিহীন শব্দমালা বোবা প্রায়
ফুলগুলোর বেড়ে উঠা, ঝরে যাওয়ার বরাবর
নিশিত রাতে কথা বলার সঙ্গী আজ নেই
জেগে আছি আমি নি:শ্চুপ আধাঁরে।

অপলক নক্ষএচারন বিবেক শূন্য
দৃষ্টিহীন ভালবাসায় পাগলপ্রায় উন্মাদনা
রাতের পাখির গোপন কষ্ট
কাদিঁ আমি সাথীহারা বেদনায়।

আলো হয়ে ফিরে এসো,জোনাকীর আলো দেব
তুমি ফিরে এসো, পৃথীবির ভালবাসা তোমায় দেব
বিকেলের উঠানে কথা হবে, সন্ধ্যাবাতি জ্বালবো বলে
আমারি কাছে-
ফিরে এসো।

বিদায়,
সৌপ্তিক.


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কথাগুলো বেশ সুন্দর, এত ভাল একটা লেখা কিভাবে সবার দৃষ্টি এড়িয়ে গেল তা ভাবছি। সৌপ্তিক-কে তার কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

~~~~টক্স~~~~
সিডনী, অস্ট্রেলিয়া

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।