মধ্যরাত্রে ২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৩:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধ্যরাত্রে ২

মধ্যরাত্রে
ইচ্ছে করে
ঘুমেতে তোমাকে দেখি-
কেবল একটা চুল
গাল হয়ে বেঁকে এসে
পড়েছে নিরাভরণ ওষ্ঠে;
নিশ্বাস কি করে নেও
স্বপ্ন কিভাবে দেখ
দেখতে ইচ্ছে করে

হয়তো হবে না দেখা

ইচ্ছে করে
এমনই মধ্যরাত্রে
দূরের ট্রেনের বাঁশির ডাকে
বেড়িয়ে পড়ি দরজা খুলে
তুমি আর আমি
দূর বহুদূরে, কখনও
সমুদ্রতটে, কখনও
উস্রি ঝর্ণাতলার মসৃণ পাথরে
তারাঝরা নিঃশব্দতায় পাশাপাশি
আর ঠিক তখন কাছেরই পাহাড়ে
পাগলা হাতির হ্রেষ...

হয়তো হবে না যাওয়া

এমন মধ্যরাত্রে
বিছানার নিঃসঙ্গতায় মাথা গুঁজে
মনে হয় চলে গেছি সেই পরিচিত
এক চিলতে গ্রীলবারান্দা,
টবের জবা পেরিয়ে
সে কোন নরম গৃহকোণে
তুমি জানবে না কখন এসেছি
কখন বসেছি মেঝেতে খাটের পাশে
যেন এসেছি আগলাতে
কেন্দ্রবিন্দুতে গুমরানো তোমার বিষাদ
বসেছি যেখানে
তোমার ভালো শোয়ার মধ্যেও
কখনও বুলিয়ে দিতে পারো মাথায় হাত,
এমনই মধ্যরাত্রে

হয়তো হবে না বসা।

---
লেখকের সচলায়তন userid: হতভম্ব


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।