প্রাকৃতিক স্থাপনা (ফটো ফিচার)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/১১/২০০৭ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবিটি শান্তিনিকেতন থেকে তোলা ২০০৭ এর ৩১ মার্চ-এ। বার্ষিক এক্সপোজার ভিজিটের ফ্লেক্সিবল শিডিউলের গলি-ঘুপচিতে আমরা ছয়জন কলিগ (৩ জন ছেলে ৩ জন মেয়ে) পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ঢু মারার চেষ্টা করি। এরকমই একটি ঢু ছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। ক্যাম্পাসে যথেচ্ছ ঘোরাফেরা শেষে সংগীত ভবন পিছনে ফেলে মূল রাস্তায় যখন ফিরছি তখন ডানপাশের সংক্ষিপ্ত পাঁচিলের ওপাশে দৃশ্যটি চোখে পড়ে। হাতে থাকা ডিজিটাল ক্যামেরাটি কালবিলম্ব না করেই ক্লিক করে ওঠে।

দেশে ফিরে কম্পিউটারে ট্রান্সফার করবার পরে মনে হলো এই ছবিটিতে হয়ত স্থাপত্যকলার কোনো প্রাকৃতিক ইন্ধন ধরা পড়ে থাকতে পারে, যেখানে আলোছায়া ও সবুজ খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে শুনেছি।

মুজিব মেহদী


মন্তব্য