শ্বেত পাথরে কষ্টের প্রাসাদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৬/০৮/২০০৯ - ১২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
শ্বেত পাথরে কষ্টের প্রাসাদ

শ্বেত পাথরে কষ্টের প্রাসাদ

শ্বেত পাথরের এই প্রাসাদে
ঝার বাতির আলো আধারে,
তোমার দেয়া কষ্টেরা নাচে
আলতা পায়ে স্মৃতির নূপুরে।
একাকী আমি সুখের ঘরে
বৃষ্টি নামাই ফুলের বাসরে।

স্বপ্নেরা কবে গিয়েছে উড়ে
নির্বাক চোখ আগুনে পুড়ে,
মরুভুমি হৃদয়ে ধুলি ঝড়ে
পথভ্রান্ত আমি মরি ঘুরে,
একাকী আমি সুখের ঘরে
বৃষ্টি নামাই ফুলের বাসরে।

সময় যেনো রয়েছে থেমে
মৃত আত্বা যেনো শরীরে,
বিরহীরা নিঃশ্বাস চেপে ধরে
তোমাকে ডাকি, তুমি দূরে।
একাকী আমি সুখের ঘরে
বৃষ্টি নামাই ফুলের বাসরে।

স্বাধীনতা


মন্তব্য