চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির। মুল মন্ত্র নিয়ে সচালয়াতনের পদ যাত্রা। অতিথি পদে আছি তাই আস্তে আস্তে বলব। যেন হোস্ট কিছু মানে না করে। অতিথি তাদের বলে যারা কিছু দিনের মহেমান। অন্তত চল্লিশ দিনের বেশি থাকলে তার পদ হারাবে। তখন তাকে কিছু করা উচিত্ । তখন সে ঘরের একজন অংশিদার হয়ে যাবে। আর অতিথি থাকা কালিন তার যে যত্ন সেটাও অন্যদের থেকে ভিন্ন। ঘরের মানুষ যা খায় তার থেকে একটু বেশি দেওয়া হয় অতিথিকে। সুবিধা একটু বেশি। আমরা অতিথি পদ নিয়েও সুবিধা হোস্টদের দের থেকে কম। নামে অতিথি হলেও কাজে আমরা বদলি লেখক হিসেবে আছি। যারা সত্য কথা বলে তারাকি সত্য করে বলতে পারে না যে আমাদের পদ কি? আমরা সবাই এখানে লেখক । আমাদের ভাষা আছে। আছে শব্দের সম্ভার। আমরা কেন মিথ্যা কথা বলব। কেন শুবিধার লোভে ভুল শ্বদ্বকে প্রতিষ্ঠিত করব। আমরা জানি লেখকদের সমাজে নামে যতটুকু মূল্য কাজি কিংচিত নেই। কিন্তু আমাদের তৈরী শদ্বের পথ ধরে সভ্যতার জয় যাত্রা এত মিলন এত ভালবাসা। আমরা বোদ্ধা। ওদের মত আমরা কোন ভুল করব। আমাদের অতিতে যারা ছিলেন তারা দরিদ্র হলেও কাউকে ভুল পথ দেখাইনি। বাজে শব্দ প্রতিষ্ঠত করেননি। আমরা কেন করব। আমারা বলাতে যদি কোন ভুল হয় তবে মন্তব্য করে সুদ্রে দিবেন বলে আশা করি। চাওয়া ক্ষমাটা আপনাদের কাছে রইল।
মনুষ্যত্বের দল
লেখক: এম এ আহম্মদ
মন্তব্য