ছোটবেলা থেকেই আকাঁআকির প্রতি ছিল অবাধ্য্ দূর্বলতা। যদিও শিল্পকর্ম বলতে যা বুঝায় তার ধারকাছ দিয়েও ওগুলো যেত না। “কি সব ছাই-পাশ….”, “অনর্থক টাকা নষ্ট”…, এধরনের অনেক শাণিত প্রশংসা শুনলেও আকাঁআকির প্রতি তীব্র অনুরাগের অতটুকু পরিবর্তন হয়নি আমার কখনও।
আমি তখন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার আর্ট গুরু অরবিন্দু দাশগুপ্ত এক সন্ধ্যায় ফোন করে বললেন আগামী পরশু একটা Group Exhibition আছে, তুমি একটা পোট্রেট একেঁ কাল বিকেলের মধ্যে যেকোন ভাবেই হোক জমা দাও। অবজ্ঞা কর না। গুরু আদেশ শিরোধার্য। পোট্রেট আকঁব, কিন্তু মডেল তো লাগবে! আশেপাশে তো দেখতে পাচ্ছি না। ঐদিন রাতে নিকট প্রতিবেশী দীপা আন্টি বেড়াতে আসলেন উনার দু-জমজ বাচ্চা নিয়ে আমাদের বাসায়। সুমিত আর অমিত। বয়স ৮। তাদেরকে দেখামাত্রই পরিকল্পনা করতে দেরি করলাম না। ছবির নামও ঠিক করে নিলাম। “Dream”. আন্টিকে বলা মাত্রই অত্যু উৎসাহে সায় দিলেন। আমি তাদেরকে আমার রুমে নিয়ে আসলাম। সুমিত ভায়া, তুমি টেবিলে মাথাটা টেবিলে হেলান দিয়ে বস, আর অমিত ভায়া, তুমি বড়দার কাধেঁ হাত দিয়ে আমার দিকে একটু তাকিয়ে থেকো, কেমন! দাদাভাইয়া, হেলান কি? - অমিতের কৌতুহলী প্রশ্ন। যন্ত্রনার শুরুই যে তখন, আগে বুঝতে পারিনি।
(চলবে)
RIPON DEY
(ripon4t@yahoo.com)
আমার আরও কিছু তথাকথিত “ছাই-পাশ” এর প্রমাণকপি না দেওয়ার লোভ সামলাতে পারলাম না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি।
মন্তব্য
^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^
______________________________________
বর্ণ অনুচ্ছেদ
ঝড়বৃষ্টি আর পেন্সিলে আঁকা ছবিগুলো ভালো লাগলো।
ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিলো।
মর্ম
ওরে বাবা, মশাই দেখছি দূর্দান্ত আঁকিয়ে!!
পোট্রেট অনেককক কঠিন, ঘাম বেরিয়ে যেতো ক্লাসে... তবু হতোনা কিছুই!
আহারে, যদি এরকম আঁকতে পারতাম...
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
খুব ভালো লাগলো; বিশেষ করে 'ঝড়-বৃষ্টি' আর 'গোলাপ'-এর ছবিদুটো !
আমি অত্যন্ত দু:খিত যে, নীতিমালাটি আমার আগে পড়া হয় নাই। এবার পড়লাম। এ তথ্যগুলো আমার আগে জানা ছিল না। আমি সদা চেষ্টা করব সচলের নিয়মাবলীগুলি মেনে চলতে। আসলে খুবই ভাল হত যদি প্রথম পাতাতেই এই লিংকটি পেতাম। সহজে চোখে পড়ত। নীতিমালাটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করব ভাল ভাল লেখা আপনাদের উপহার দিতে।
আপনার প্রতি শুভাশিষ রইল।
রিপন
রিপন, আপনি সচলায়তনের নীতিমালা মনোযোগ দিয়ে একটু পড়ে দেখুন।
আপনি ক্রমাগত অন্য একটি কমিউনিটি ব্লগে পূর্বপ্রকাশিত কিছু লেখা সচলায়তনে পোস্ট করছেন। কেন লেখাগুলি অপ্রকাশিত থেকে যাচ্ছে, তার উত্তর আপনি নীতিমালায় খুঁজে পাবেন।
আমরা আপনার কাছ থেকে নতুন, অনন্য লেখার প্রত্যাশায় আছি। ধন্যবাদ।
বাহ! আপনি তো ভাল আঁকেন। শেষ দুটি বেশী ভালো লাগলো। বৃদ্ধা মহিলার মুখের অভিব্যক্তি ভালো একেঁছেন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
অনেক ধন্যবাদ আপনাকে বর্ষা।
ছবিগুলো সুন্দর। ছবি ব্লগ হিসেবে পোস্ট করেছেন কি? সেজন্যই হয়তো রেটিং দেওয়ার অপশন নেই।
সচলায়তনে স্বাগতম।
ভাই ইস্তিয়াক, আসলে আমি মনে হয় "ছবি ব্লগ" হিসেবে ক্যাটাগরাইজ্ড করিনি। মানিয়ে নিতে একটু সময় লাগছে।
অতি সুন্দর, ভাই। আরো পোস্ট করুন। এই পোস্টটা আগে দেখিনি কেন?
তারা দেয়ার ব্যবস্থাটা উধাও কেন?
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি আমারব্লগে নিয়মিত লিখি। কিন্তু সচলায়তনে কোন লিখা লিখার পরে আর খুজে পাচ্ছি না কিছুতেই.....দু একবার দেখি তারপর হারিয়ে ফেলি। মনে হচ্ছে এখানে নিজেকে মানিয়ে নিতে অনেক সময় লাগবে আমার।
ভালো লাগল খুব।
ধন্যবাদ ভাই আপনাকে।