মানব শক্তি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ৩১/১০/২০০৯ - ১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা কেন গালী দেই? কেন ঘৃণা করি অন্যদের? কি শত্রুতা আন্যদের সাথে? আমরা তো সবাই এই জগতের মানুষ। সবার দায়িত্ব একটাই, সৃষ্টি কর মনুষ্যত্ব গড়। মানব জাতীকে রক্ষা কর আর পরবর্তি প্রজন্মকে একটা পথ তৈরী করে দাও যে পথে এগুলে তাদের গতি বেড়ে যায়। তারা যেন মানুষ নাম এর সুন্দর ব্যবহার করে। কি লাভ এই বিদ্দেশে। চোখ বন্ধ করে ভাবুন। আজ জন্মেছি, প্রতিটা দিন গুনছি, কাল চলে যাব। রেখে যাব সৃতি। এটাই সৃষ্টি। একারনে মানুষের বেচে থাকা, কাজ করা। এগুলো ছাড়া মানুষের কি আর কোন কাজ আছে কি। বেচে থাকতে যে পরিমান পরিশ্রম করতে হয় গড় হিসেবে আত্ন হত্যাতে অনেক কম পরিশ্রম। তার পরও মানুষ বেচে থাকে। কেন বুঝেন। তাই আসুন আমরা অশ্লিল ভাষা না ব্যবহার করে, অন্যকে গালি দিলে ছোট না করে, ঘৃণা করে দুরে সরিয়ে না দিয়ে মানব শক্তি একত্রিত এক সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করি। তবেই সার্থ হবে জন্ম।

মনুষ্যত্বের দল
এম এ আহম্মদ


মন্তব্য