অমানব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০৩/২০১০ - ৭:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:
অমানব

অমানব

অপার নৈঃশব্দ আর বিপুল কলরবের মাঝে
কোন অনামীয় ভূখন্ডে পাবে তাকে,
সব বৈপরত্যের বিষুবরেখায়,
প্রস্তরীভূত অবিচল
খুঁজে পাবে তাকে।

আলো আর আঁধার, বর্ণ আর নির্বর্ণ জগতের মায়াচল ছিড়ে
সহসাই মাথা তোলে সে, যেন জীবন্ত জিজ্ঞাসা;
আর দেখে-
এ অমানুষী ভূখন্ডের নির্মম বিস্তার;
অপ্রতিরোধ্য কোন সূর্যের নিচে
ধোঁয়া ধোঁয়া হয়ে উড়ে যেতে যেতে,
হাসে বিজিতের হাসি!

ফারাবী


মন্তব্য