"ওই, তোরা আরেকটু পা চালায় আগা।"
"কুদ্দুস, তোর লাইগা সবতে বামে হাটতেছে, আরে আরে রহিম, করছ কি? চউক্ষের মাথা খাইছছ? আমাগরে মারবি নি তুই?"
"হ, ওস্তাদ, উপরে থাইকা এইসব কওন খুব সস্তা, এইদিকে আমগোর জানে পানি নাই।"
"হ, এম্নেই এত্তবড় একডা ওজইন্যা জিনিস লইসেন, তার উপর কই আমাদের লগে ধরবেন, তা না খালি উপ্রে থাইকা ফাল পারতাছেন।"
"বাপরে, তগো লাইগাই তো সব, এইডাও বুঝস না! আর উপরে তো কাউরে না কাউরে থাকন ই লাগব, নইলে আর এইটা লইয়া যাওন লাগত না তগো। "
"কেন বাকি লোকগুলারে লইয়া আইলে কি হইতো, খালি আমাগোর উপর দিয়া সবতে খাইব ক্যান?"
"আব্বাস, তর বয়স হয়নাই দুইদিন, অম্নে ফাল পারছ। তরে কেডায় কইসে যে বাকি লোকডি বইসা বইসা খাইতেছে? পরশুদিন যে আমাগো কলোনি ভাইঙ্গা গেছিলো, তহন তুই ছিলি অই জায়গায়? দেখছ নাই, কেডায় কি করে? আর এত্তগুলান লোকের খাবার কি আর আমাদের এইটুকুন দিয়া হইব? সবতেই আছে ওই একই চিন্তায়।"
"আরে করমালি, তুমিও যেমন, পুলাপাইনের লগে এত প্যাচাল পাইরা লাভ আছে? রাস্তা দেখাও, আর বেশি দেরি নাই।"
"হ, বড্ডা ভাই। ওই তোরা আজাইরা কথা কওন বাদ দে, পা চালা, আর পাঁচ মিনিটের রাস্তা।"
অতঃপর পিপিলিকার দলটি দ্রুতগতিতে কলনির দিকে আগাইয়া চলিল।
রোবোকপ।
মন্তব্য
ভালোই তো! মজা পেলাম!
ধন্যবাদ।
ধন্যবাদ।
ভাল লাগলো। -রু
ধন্যবাদ।
হা হা হা। মজারু।
সাত্যকি
ধন্যবাদ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বাহ, চমৎকার প্লট!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মজার তো। আমি ভাবলাম কি না কি জানি হবে। পরে দেখলাম পিপিলিকা। এইটা কি কোন কথ্যভাষার সায়েন্স ফিকশন হতে পারে?
হা হা। বেশ তো!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
বাহ, শেষে পিঁপড়েদের ব্যাপারটা শুনে বেশ মজা পেলাম। এরকম লেখেন আরো। মাঝে একটুআধটু প্রাণীবিজ্ঞানের তথ্যও ঢুকিয়ে দেবেন নাহয়।
শেষ লাইনে পিপিলিকা > পিপীলিকা। কলনিটাও কলোনি হলেই ভালো হবে মনে হয়।
নতুন মন্তব্য করুন