শীতকাল মানেই কুয়াশা মুড়ানো অলস সকাল ... অনেক কষ্টে দুপুর এর দিকে সূর্যের উঁকি মারা আর দিন ফুরাবার আগেই বেলা ফুরিয়ে যাওয়া। ছোটবেলায় শীতকাল সবচাইতে পছন্দের সময় ছিল। এখন মনে হয় আমাদের মতো গরিব দেশের জন্য শীতকাল কষ্ট ছাড়া কিছু আনেনা ... তীব্র শীতে ফুটপাত এ কম্বল জড়িয়ে (অনেকে ছালা/চট) শুয়ে থাকা মানুষগুলার ছবি তুলতে গেলে কেন জানি নিজেকে অপরাধী মনে হয়।
এই বছর শীতটা একটু যেন বেশিই । আমার ২ বছরের মেয়েটা যখন ঘরের ভেতর এত গরম কাপরের মধ্যেও কাবু হয়ে যায় তখন রাস্তার বাচ্চাগুলার কথা ভেবে কষ্ট হয়।
বাংলাদেশ এর নেগেটিভ ইমেজ আমি খুব একটা তুলি না... কত সুন্দর সব আনন্দ আর উচ্ছাস এ ভরা সব মুহূর্ত আছে আমার এই দেশে । মুলত শীত এর এমন কিছু আনন্দের মুহূর্ত ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আমি। ২/১ টা negative image না দিলে বাস্তবটা এড়িয়ে যাওয়া হবে তাই দেওয়া। ছবিগুলোর বেশিরভাগ গত বৎসর ঠাকুরগাঁও এ তোলা, বাকিগুলো এ বছর সিলেটে তোলা।
মন্তব্য
ছবিগুলো অসাধারণ
প্রত্যেকটিতেই
ধৈবত
পাঁচতারা। চমৎকার সব ছবি।
love the life you live. live the life you love.
বাহ, আরিফ ভাই বেশ হইছে। ছবিগুলো আসলেও চমৎকার।
১ আর ১৪ নাম্বার ছবি দেইখা ঝাপায়া শীত লাগলো।
চালায়া যান। পোস্টে
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ সুহাস ভাই
অসাধারণ সব ছবি! একটা ফটো স্টোরির মত করে সাজালে মজা হোতো। এটা ঠিক যে, শীতার্ত মানুষের ছবি তোলা মর্মপীড়াদায়ক। কিন্তু যেটা বাস্তব সেটা তো না মানা ছাড়া উপায় নেই।
ছবি তোলার টেকনিকাল বিস্তারিত চাই। ১৪ নম্বর ছবিতে যে সিগনেচার ব্যবহার করেছেন সেটা কি পিএনজি সিগনেচার?
ধন্যবাদ , ফটো স্টোরি করার মতো সংগ্রহ হয়নি এখনো...
ভবিষ্যতে ছবির টেকনিক্যাল ব্যাপার গুলো নিয়ে লিখব
আর ১৪ নম্বর ছবিটা অনলাইন software পিকনিক (www.picnik.com) এ এডিট করা । সেখানে এমন অনেক ফন্ট দেওয়া আছে।
বাহ্ বাহ্ চমৎকার সব ছবি। আলাদা করে বললে ৯ ও ১৫ নম্বরের লাইটিং ভালো লেগেছে। আলোর বিপরীতের ছবির প্রতি আমার বাড়তি পছন্দ আছে।
সচলে স্বাগতম হে দাঁক্তার
(দাঁক্তার>দাঁতের ডাক্তার যিনি, কপিরাইট হাক্তার>হাড্ডির ডাক্তার)
ছবিগুলো অদ্ভুত। ভবিষ্যতে লেখার নিচে নিজের নামটা লিখে দিলে বুঝতে সুবিধা হয়।
...........................
Every Picture Tells a Story
হাক্তার কি এইটা দেখেছে?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দেখলাম
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
খুব সুন্দর। -রু
অসাধারণ!
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
দুর্দান্ত সব ছবি!!!!!! বিশেষ করে আমার কাছে ৮, ১৪, ১৭ এই তিনটা চরম লাগল।
-অতীত
আমার সবচাইতে প্রিয় ঋতু হলো শীত। কিন্তু এইখানের শীত না। আমাদের দেশের শীত। সকালে কুয়াশার চাদরটাই কেমন ভালো লাগায়ে দেয়। গ্রামে বড় হয়েছি বলে শীতের অপরূপ রূপটাও নিজের চোখে চেখে দেখা। আপনার ছবিগুলোর মতোই একেকটা সকাল, ফিল্ম স্ট্রিপের মতো, একের পর এক সব ছবি সাজানো যেনো। তার থেকেই কয়েকটা তুলে ধরেছেন আপনি। অসাধারণ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অসাধারণ আপনার ছবিগুলো। মানুষের দুর্দশা দেখতে ভালো না লাগলেও বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। গরীব মানুষদের জন্যে সম্ভবত গ্রীষ্মকালটাই তুলনামূলক স্বস্তিদায়ক। শীত আমার একটুও ভালো লাগেনা। গরীব মানুষদের জন্যে বর্ষাও যথেষ্ট পীড়াদায়ক তবে বোধকরি শীতের মতো না।
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
তাইতো সদাই তোমায় ঘিরে হচ্ছি আমি ভীতু
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অনেক সুন্দর সুন্দর ছবি দিলেন। কিন্তু একটু বর্ণনা দিলে আরো ভাল হত।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
দুই নাম্বার ছবিটার(চাচা মিয়ার বদনা হাতে তারাহুরা) নীলচে আভাটা খুব সুন্দর এইটা কি ক্যমেরার কাজ নাকি গিম্প/ফটোশপ দিয়ে এডিট করেছেন? সুইজারলান্ডের জেনেভা লেকের কিছু ছবি তুলেছিলাম কিন্তু পোস্টাইতে গিয়া দেখি বিয়াপক দিকদারী. ফ্লিকার থেকে sharethis-grabthe HTML/BB Code কপি করে পেস্ট করে সচলায়তনে প্রিভিউ দেখলে শুধু ওয়েব লিন্কটা দেখায় তাই পোস্ট করতে পারলাম না. আমি ভাবছিলাম অতিথিদের ছবি পোস্ট করার অধিকার নাই তাই আর চেষ্টা করিনাই, আপনি কিভাবে করেছেন?
ফটোশপ দিয়ে এডিট করা, B&W এ convert করার সময় টোন দেওয়া। আমি ত ফ্লিক্র থেকে HTML/BB Code কপি করে পেস্ট মারে করলাম।
শীতের জীবন ভালোই ফুটে উঠলো ছবিতে।
অসাধারণ বাঙময় ছবির মেলা!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
শীতের ছবি বলতে যা বোঝায় একদম তাই...
শীতের অন্তরঙ্গ আলেখ্য। ক্যামেরার দুর্দান্ত কাব্যগাঁথা। দেখার নান্দনিক চোখের সঙ্গে মিলেছে মনের মায়াবী চোখ। অদ্ভুত সুন্দর। মুগ্ধতার পাশাপাশি বুকের কোথায় যেন কাঁপন ধরিয়ে দেয়। হৃদয়ে লাগে শিহরণ।
ছবি যে ভালো হয়েছে, সে তো উপরে সবাই বলেই দিয়েছে
আলাদা করে বলব ১, ১৬,১৭ এর কথা।
ছবির ক্যাপশন দিলে ভালো হতো। এখনকার ফটোগ্রাফাররা তো একই সাথে মাইক্রোলিটারেটও
আর আপনার নাম কই ভাই?
-------------
সাত্যকি
--------------
এখনকার ফটোগ্রাফাররা তো একই সাথে মাইক্রোলিটারেটও
আর আপনার নাম কই ভাই?
আমি মাইক্রোলিটারেট নই ইলিটারেট
বাহ!! খুব ভালো লাগলো। একটা ছেড়ে আসলে অন্যটার কথা তেমন কিছু বলবার নেই, সবগুলোই চমৎকার। তবে পিঠার ছবি দেখে ক্ষুধা লেগে গেল।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অসাধারণ সব ছবি!
খাড়ার উপ্রে পাঁচ।
বাংলাদেশের শীতের ভোরের সৌন্দর্যটা বিশ্বসেরা। ফটোগ্রাফারের হাত চালানোর জন্য যুতসই সময়। আপনার সবগুলো ক্লিকই দারুণ পছন্দ হলো। ছেলেবেলায় এক বন্ধু কোন কিছু খেয়ে বা দেখে অতিমাত্রায় আনন্দিত হলে বলতো, একদম বিদেশীর মতো!!!! এখন ছবিগুলো দেখে আমারও যেন বলতে ইচ্ছে হচ্ছে, "একদম বিদেশী......."
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দুর্দান্ত সব ছবি! বিশেষ করে পাচ নম্বরটা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
পিঠার ছবি দেখে তো নাকে পিঠার গন্ধ এসে লাগল !! মুরগির বাচ্চাদের ছবিটাও খুব ভাল হইছে।এখানে বরফের মাঝে চাপা পরে থেকে এই ছবি গুলা দেখতে খুবই মিষ্টি লাগলো (শেষের টা বাদে )
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
১৬ নম্বরটি দূর্দান্ত লেগেছে।
বিপ্লবী স্বপ্ন।
নতুন মন্তব্য করুন