এসোনা, হৃদয়টা অনুবাদ করে দাও

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৪/০১/২০১১ - ৮:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এসোনা, হৃদয়টা অনুবাদ করে দাও

হঠাৎ করেই সময়টা থেমে গেছে আর মাধুকরী বিকেল
আচ্ছন্ন হয়ে আছে বেনারসী নীল আলোয়
এখন আমার প্রিয় পোশাকে প্রায়ই ন্যাপথলিনের পাওয়া যায়
বহুদিন সন্ধ্যায় আকাশ দেখা হয়না কফি খাওয়া হয়না
চিলেকোঠার চাবিটাও হারিয়ে গেছে
সিদুঁর কৌটায় তুলে রাখা জলপিপি আজকাল
কেনযে ডানা ঝাপটায় । কিচ্ছু ভাললাগেনা ।
এসোনা, হৃদয়টা অনুবাদ করে দাও, অথবা চলো
এবারের শীতে চলে যাই চিম্বুক পাহাড়ে
মায়াবী মধ্যাহ্নকে অনুবাদ করব সেখানে ।

---------- নুশান


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুন লাগলো কবিতা, শিরোনামের লাইনটা...... চমৎকার।

"এখন আমার প্রিয় পোশাকে প্রায়ই ন্যাপথলিনের পাওয়া যায়"- ন্যাপথলিনের গন্ধ হবে বোধহয়...

---------------
মৌন কথক

অতিথি লেখক এর ছবি

বিষয়টা দৃষ্টি গোচর করবার জন্যে বিশেষ কৃতজ্ঞ।
ধন্যবাদান্তে
..................নুশান

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুবই ভালো লাগলো। এটুকু বলার জন্যই অফিসে বসে লগিন করলাম। চমৎকার শব্দমালা, আর তারচেয়েও চমৎকার শিরোনাম। অনেকগুলো তারা দিলাম।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ।
........................নুশান

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার লেগেছে। আবৃত্তির অনুমতি পেতে পারি?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

করেন করেন। দারুণ হবে। নুশান ভাই (বা বোন) তাড়াতাড়ি অনুমতি দিয়ে বাধিত করেন।

নুশান এর ছবি

ধন্য হবে কবি...

অতিথি লেখক এর ছবি

ধন্য ধন্য...
.....................নুশান

রোমেল চৌধুরী এর ছবি

খুব, খুব ভালো লাগলো! ফুল ফুটুক বা না ফুটুক মনে হচ্ছে আজ বসন্ত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ।

-নুশান

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!!!!!! চলুক

-অতীত

অতিথি লেখক এর ছবি

অতীত কে অনাদিকালের ধন্যবাদ

- নুশান

ফাহিম হাসান এর ছবি

শিরোনামটা সত্যি দারুণ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ।

...নুশান

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্ক্রীপ্ট
-------

নারী: এসোনা, হৃদয়টা অনুবাদ করে দাও

পুরুষ: হঠাৎ করেই সময়টা থেমে গেছে আর মাধুকরী বিকেল
আচ্ছন্ন হয়ে আছে বেনারসী নীল আলোয়

নারী: এখন আমার প্রিয় পোশাকে প্রায়ই ন্যাপথলিনের পাওয়া যায়
বহুদিন সন্ধ্যায় আকাশ দেখা হয়না কফি খাওয়া হয়না

পুরুষ: চিলেকোঠার চাবিটাও হারিয়ে গেছে

নারী: সিদুঁর কৌটায় তুলে রাখা জলপিপি আজকাল
কেনযে ডানা ঝাপটায় । কিচ্ছু ভাললাগেনা ।

নারী: এসোনা, হৃদয়টা অনুবাদ করে দাও,

পুরুষ: অথবা চলো
এবারের শীতে চলে যাই চিম্বুক পাহাড়ে
মায়াবী মধ্যাহ্নকে অনুবাদ করব সেখানে ।

অতিথি লেখক এর ছবি

এমন হলেও মন্দ হয়না। যেটা হয় তা হল -
দারুন, চমৎকার।

মৌন কথককে ধন্যবাদ, তিনি একটা সংশোধন করে দিয়েছেন, যেটা লেখার সময় খেয়াল করিনি-
ন্যাপথলিনের _ পাওয়া যায়ঃ ন্যাপথলিনের গন্ধ পাওয় যায়' হবে।

যাইহোক, অনন্য এই স্ক্রীপ্ট এর জন্য স্ক্রীপ্ট রাইটার কে ধন্যবাদ।

--- নুশান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।