চাইল্ড পর্ণগ্রাফী শুধু অপরাধই নয় একটি চরম মানবতা লংঘণ; যৌন নির্যাতন ।
১৮ বা, ১৫ বছরের নিচে ছেলে-মেয়েদের ব্যবহার করে পর্ণজাতীয় ছবি, অডিও, ভিডিও, লিখা বা, যেকোন ধরণের পর্ণগ্রাফি বানানো ও প্রচার এবং সংরক্ষণ বা, এ জাতীয় কোন কাজ করা অথবা, এ বয়সের কারো সাথে স্বেচ্ছায় বা, অনিচ্ছায় যেকোন প্রকার যৌন সর্ম্পক করা/করার চেষ্টা করা/বাধ্য করা বা, যেকোন জাতীয় যৌন জাতীয়/সম্বন্ধীয় কার্যকলাপ বা, গণিকাবৃত্তি করা শিশু পর্ণগ্রাফি এবং শিশু যৌন নিপীড়ণের মধ্যে পড়ে (সূত্র : HA World Law Index Book ; Volume : 96) ।
পরিসংখ্যান :
=> প্রতিবছর মোট পর্ণগ্রাফীর ২০% হলো চাইল্ড পর্ণগ্রাফী ।
=> সারাবিশ্বে চাইল্ড পর্ণগ্রাফীতে প্রতিবছর ২,১০০ মিলিয়ন ডলার (১৫,০০০ কোটি টাকা) লেনদেন হয় (ক্রমশ বর্ধমান) ।
=> চাইল্ড পর্ণগ্রাফীতে ব্যবহার করা শিশুদের প্রায় সবাই (৬১%) চুরি হওয়া কিশোর-কিশোরী ।
=> প্রতিবছর পৃথিবীতে ২৭% করে কিশোরী যৌনকর্মীর সংখ্যা বাড়ছে ।
=> প্রতিদিন অনলাইন সার্চ ইন্জিন ব্যবহারকারীদের ০৩% চাইল্ড শিশু পর্ণগ্রাফী খোঁজ করে ।
=> প্রতিদিন অনলাইন সার্চ ইন্জিন ব্যবহারকারীদের ১৭% নানান ধরণের পর্ণগ্রাফী খোঁজ করে ।
=> চাইল্ড পর্ণগ্রাফী খুব দ্রুত বৃদ্ধি পাওয়া অনলাইন সন্ত্রাসগুলোর মধ্যে একটি ।
বাংলাদেশে-
=> বাংলাদেশে মোট যৌনকর্মীর ৬৭% এর বয়স ১৩ হতে ২৫ এর মধ্যে ।
=> প্রতিবছর কিশোরী যৌনকর্মীর সংখ্যা ২৬% করে বৃদ্ধি পাচ্ছে ।
=> চলতি কয়েক বছরে গোপনভাবে ক্যামেরায় ধারণ করা ভিডিও ক্লিপসের প্রচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ।
=> ২০০৩ সালে ব্লু ফিল্ম বানানোর সময় ঢাকার উত্তরা হতে ছয়জনকে গ্রেফতার করে আইন প্রয়োগকারী সংস্থা ।
আইন :
পৃথিবীর সব দেশে-সব আইনে চাইল্ড “পর্ণগ্রাফী ও যৌন নিপীড়ণ” বন্ধে কঠোর আইনের ব্যবস্থা আছে ।
যুক্তরাষ্ট্রে অপরাধের ধরণভেদে পাঁচ থেকে চল্লিশ বছর পর্যন্ত কারাদন্ড ও/অথবা, দশ মিলিয়ন ডলারের অর্থদন্ডের ব্যবস্থা আছে ।
জাপানে ন্যঁনূতম পাঁচ বছরের কারাদন্ড ও/অথবা, পন্ঞ্চাশ লক্ষ ইয়েন অর্থদন্ড ।
অস্ট্রেলিয়ায় দশ বছরের কারাদন্ড ও/অথবা, এক লক্ষ বিশ হাজার ডলারের অর্থদন্ড ।
ভারতে ন্যঁনূতম পাঁচ বছরের কারাদন্ড ও/অথবা, দশ লক্ষ রূপী অর্থদন্ড ।
মালয়েশিয়ায় ন্যঁনূতম ষোল বছরের কারাদন্ড ও/অথবা, এক লাখ ডলার অর্থদন্ড ।
চীনে ন্যঁনূতম তিন বছরের কারাদন্ড ও/অথবা, বিশ হাজার ইউয়ান অর্থদন্ড ।
বাংলাদেশে-
২০০২ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার পর্ণগ্রাফীর বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে (সূত্র : উইকিপিডিয়া) । কিন্তু বাংলাদেশে চাইল্ড পর্ণগ্রাফী নিয়ে আলাদা কোন আইন নেই (সূত্র : ECPAT International CSEC Database) । পর্ণগ্রাফীকে বাংলাদেশে যৌন অপরাধ হিসেবে দেখা হয় ।
বাংলাদেশের নারী ও শিশু সংক্রান্ত অধিকার আইন অনুযায়ী শিশুদের নিয়ে এ ধরণের অপরাধের শাস্তি আজীবন কারাদন্ড অথবা, মৃত্যুদন্ড (সূত্র : Government of Bangladesh, Suppression of Violence against Women and Children Act, Act. No. VIII) ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুসারে অনলাইনে যেকোন প্রকার পর্ণজাতীয় যেকোন ছবি , অডিও , ভিডিও , লিখা , বই প্রদর্শন-প্রচার এবং বাণিজ্য ও সংরক্ষণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য । এর শাস্তি হিসেবে ৫৭ ধারায় বলা হয়েছে দশ বছরের কারাদন্ড ও/অথবা, দশ কোট টাকা অর্থদন্ড ।
চলচ্চিত্র আইন ১৯১৮ অনুসারে বাংলাদেশে যেকোন ধরণের পর্ণ ফিল্ম বা, ছবি বানানো-প্রচার-এতে অংশ নেয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য । বাংলাদেশ পেনাল কোড , ১৮৬০ এর ২৯২,২৯৩ ও ২৯৪ ধারা অনুসারে পর্ণজাতীয় ছবি , অডিও , ভিডিও , লিখা , বই বা, যেকোন ধরণের পর্ণগ্রাফি বানানো ও প্রচার এবং সংরক্ষণ বা, এ জাতীয় কোন কাজ করা বা, অংশ নেয়া বা, কাউকে এসবে অংশ নিতে বাধ্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য । আইন অনুসারে এর শাস্তি ছয় মাসের কারাদন্ড ও/অথবা, আদালতের বিবেচনাধীন অর্থদন্ড ।
দেখাই যাচ্ছে , ২০০৬ সালের সাইবার আইন এবং বাংলাদেশের নারী ও শিশু সংক্রান্ত অধিকার আইন বাদ দিলে বাকিগুলো সবই পুরনো এবং বর্তমান সময়ের জন্য অনুপোযোগী । সবচেয়ে বড় কথা হলো এই সম্বন্ধীয় অপরাধ নিয়ে সুনির্দিষ্ট কোন আইন আমাদের দেশে নেই ।
আর সবচেয়ে ভয়াবহ সত্যটি হলো - আইন আছে , সেগুলোর কোন প্রয়োগই তেমন নাই । আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন এ ব্যাপারে কিছু করতে বড় নারাজ ।
মোটের উপর মোদ্দা কথা হলো যত আইন বা, এর প্রয়োগ থাকুক না কেন চাইল্ড পর্ণগ্রাফী ও যৌন নিপীড়ণ বন্ধের আসল উপায় একটি : আমাদের “মানুষ” হতে হবে।
তথ্য কৃতজ্ঞতা:
পূর্বাশা (বাংলাদেশে নারী ও শিশু নিপীড়ণ তথ্য নিয়ে কাজ করা একটি বেসরকারী সংস্থা)।
মন্তব্য
তথ্য সমৃদ্ধ লেখা। ভালো লাগলো। আরো লিখুন।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ ।
---------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
পর্ণগ্রাফিক ছবি দেখায় আমার আগ্রহ থাকলেও আমি চাইল্ড পর্ণগ্রাফিকে ঘৃনা করি। এটা পাশবিক একটা কাজ। বাংলাদেশে শিশু-কিশোরী যৌনকর্মীর সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। এটা রোধ করা অতীব জরুরী।
আপনার লেখাটা সময়োপযোগি। ধন্যবাদ।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
"চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক ।"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
ডিফরেন্ট পার্সপেক্টিভ।
আগের কমেন্টে ভিডিও এমবেড করেছিলাম ইউটিউবের এমবেড কোড ব্যবহার করে।
আবার করলাম। আর ভিডিও এমবেডেড না হলে মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
সরাসরি লিংক: http://www.youtube.com/watch?v=dcXbsQiCsRQ
পেডোফিলিয়া
স্পর্শকাতর, বাস্তবধর্মী েলখার জন্য অিভনন্দন।
ধন্যবাদ ।
"চাইল্ড পর্ণগ্রাফী নিষিদ্ধ হোক ।"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
ভুল বলেছেন। পেডোফিলিয়া একটা psychiatric disorder , এটার সাথে মানুষ/অমানুষ হবার কোন সম্পর্ক নাই। এরকম ভুল ধারনা অনেকেরই আছে।
আমার আগের দেয়া লিংক টা দেখেন: http://www.youtube.com/watch?v=dcXbsQiCsRQ
ঠিক আছে বুঝলাম ।
কিন্তু যারা চাইল্ড পর্ণগ্রাফীর সাথে জড়িত , তারা সবাই সেই অর্থে মানসিক রোগী নয় ; বরং বলা যায় বিকৃত রুচির মানুষ ।
চাইল্ড পর্ণগ্রাফীর সাথে জড়িত সকলেই যদি মানসিক রোগী হত , তাহলে সারা বিশ্বে চাইল্ড পর্ণগ্রাফীর সাথে জড়িতদের জন্য এতো শাস্তির ব্যবস্থা থাকত না ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
"চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
ব্লগে 'মানসিক রোগ বিশেষজ্ঞ' কেউ থাকলে বিষয়টা খোলাসা হত। সারা বিশ্বে চাইল্ড পর্ণগ্রাফীর সাথে জড়িতদের শাস্তির ব্যবস্হা থাকার নানা কারন আছে।
১ অনেকে নির্মাতা/ফটোগ্রাফার 'শুধুমাত্র' টাকা উপার্জনের মাধ্যম হিসাবে পর্ণগ্রাফী তৈরীতে নেমে পরে।
২ আইন তৈরীর সময় সাইকিয়াট্রিস্ট/সাইকোলজিস্টের সাথে প্রপার কনসাল্টেশন হয় নি। আর মানুষের ব্রেইন নিয়ে নিত্য-নতুন গবেষনায় অনেক কিছু বের হয়ে আসছে, যা আইন চালু হবার সময় ছিলো না।
আমার পরবর্তী পোস্টে
নিয়ে নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখার চেষ্টা করবো ।
বিষয়টা সামনে আনার জন্য ধন্যবাদ ।
---------------------------------------------------
নিক : সবুজ পাহাড়ের রাজা ।
পেডোফিলিয়া নিয়ে পোস্টটি দেয়া হলো ।
ধন্যবাদ ।
---------------------------------------------------
নিক : সবুজ পাহাড়ের রাজা ।
.
তথ্যমূলক লেখা।
আসলেই, আমদের বিকৃত রুচির কারণ যে আরেকজন মানুষের জীবন থেকে তার নিজস্ব জীবনকে কেড়ে নেয়া সেটা তো কেউই ভেবে দেখিনা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বাস্তব কথা বলেছেন ।
আমরা মানুষরা নিজেদের বিকৃত আনন্দের জন্য অন্যের জীবনের দিকে খেয়াল করি না ।
"চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
থুতু মারি এইসব বিকারগ্রস্ত লোকের মুখে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ।
"চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
আমার চারপাশ ডট কম
ঠিক্কথা।
এই পরিসংখ্যানগুলোর উৎস কোথায়, বললেন না তো?
চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক।
মন্তব্যর জন্য ধন্যবাদ কৌস্তুভ দা।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
পরিসংখ্যানগুলো নেয়া হয়েছে শিশু ও নারী অধিকার এবং পতিতাদের নিয়ে কাজ করা একটি এনজিও-র বার্ষিক ম্যাগাজিন হতে ।
এনজিওটির নাম : পূর্বাশা । আর ম্যাগাজিনের নাম : বাতিঘর ।
"চাইল্ড পর্ণগ্রাফী বন্ধ হোক"
------------------------------------
সবুজ পাহাড়ের রাজা
সময়োপযোগি লেখা ।
ধন্যবাদ ।
-------------------------------
আমার চারপাশ ডট কম
ভালো লাগলো।
------------------
Sad Quote
Sad Poems
ধন্যবাদ ।
ভাল লাগলো রাজা ভাই, কিছু তথ্য আগেই জানতাম, কিছু নতুন জানলাম!
আরও বছরখানিক আগে আপনার এই লেখাটা আসলেই খুব চমৎকার পদক্ষেপ।
শুভেচ্ছা এবং শুভকামনা
নতুন মন্তব্য করুন