স্পন্দনহীন জীবন।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ৩০/০১/২০১১ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বড় রাস্তার মোড়ে, রাত দ্বি-প্রহরে
ব্যস্ততা নেই, ফাঁকা ফাঁকা লাগে সব।
ঠোঁটে সিগারেট, মাতাল আবেগ, মিষ্টি অনুভব।
হঠাৎ শিস, টহল পুলিশ, চেতনায় দুর্ভোগ।
তোমার অভাব, বদলেছে স্বভাব, বদলেছে জীবন।
আঁধার আবার সঙ্গী আমার কেড়েছে স্পন্দন।

সেই ভাবনা, বাতাসে কান্না, শিশিরের শব্দ
জোছনা বিলাশ করে উপহাস, স্মৃতিতে জব্দ।
বিছানার বালিশ, করে নালিশ কেন একাকীত্ব
খুঁজি উত্তর, হাসে ঈশ্বর, ভাবি মহত্ব।
তোমার শূণ্যতা, দিয়েছে বিষণ্ণতা, বদলেছে জীবন।
আঁধার আবার সঙ্গী আমার কেড়েছে স্পন্দন।

পাথর দেয়াল, নিথর আড়াল ঠিকানা অজানা
পথের ধুলা হারিয়েছে বেলা পেতে আঙ্গিনা।
মানুষের ঢেউয়ে মানুষ খোঁজে ক্লান্ত একা
হঠাৎ পথে, সুখের মিছিলে তোমার দেখা।
তোমার উচ্ছ্বাস, থামিয়েছে নিঃশ্বাস, বদলেছে জীবন।
আঁধার আবার সঙ্গী আমার কেড়েছে স্পন্দন।

তারিখঃ ২৯-০১-২০১১ইং
সকালঃ ১০:৫৬মিনিট।

ছবি: 
03/06/2007 - 2:11am

মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো... চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আপনাদের ভাল লাগাই লেখার প্রেরণা। সাথে থাকার জন্য ধন্যবাদ।

কামরুজ্জামান স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

একথা গুলো কম বেশী সবারই মানলাম, কিন্তু কবির নাম কই...? চলুক চলুক চলুক
ভালো হয়েছে। সুন্দর।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। কিন্তু আপনি ওতো নাম লিখেননি। আপনি যেমন ভুলে গেছেন তেমনটা আমারও হয়েছিল। পড়ার জন্য ধন্যবাদ।

কামরুজ্জানাম স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো। চলুক

-অতীত

অতিথি লেখক এর ছবি

আপনাদের ভাল লাগাই লেখার প্রেরণা। সাথে থাকার জন্য ধন্যবাদ।

কামরুজ্জামান স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

শব্দের খেলা ভালই হয়েছে।
কবিতা ভাল লেগেছে চলুক

মোহনা'

অতিথি লেখক এর ছবি

শব্দের খেলাইতো কবিতা। আর কবিতা মানেই জীবনের কথা। ভবঘুরে জীবনে কত না স্বপ্ন থাকে, স্বপ্ন শেষে আবার একা লাগে, তাই না? সাথে থাকার জন্য ধন্যবাদ।

কামরুজ্জামান স্বাধীন।

রোমেল চৌধুরী এর ছবি

ভাই কামরুজ্জামান স্বাধীন,
আপনার কবিতাটির মনোহরি বিন্যাস আমার খুব ভালো লেগেছে। সেই সাথে তিনটি স্তবকেরই প্রথম দুই চরণে ফুটে উঠা এর মন উদাস করা চিত্রকল্প। চকিতে মনে পড়েছে জীবনানন্দ দাশের 'ফুটপাথ' কবিতাটিকে। উদ্ধৃত করি,

অনেক রাত হয়েছে―অনেক গভীর রাত হয়েছে;
কলকাতার ফুটপাথ থেকে ফুটপাথে―ফুটপাথ থেকে ফুটপাথে
কয়েকটি আদিম সর্পিণী সহোদরার মতো
এই-যে ট্রামের লাইন ছড়িয়ে আছে
পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ
অনুভব করে হাঁটছি আমি।

পায়ের তলে লিকলিকে ট্রামের লাইন,―মাথার ওপরে
অসংখ্য জটিল তারের জাল
শাসন করছে আমাকে।

কামনা করি, আখেরে অনেক বড় মাপের কবি হয়ে উঠুন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই।

কামরুজ্জামান স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো ।

------------------------------
নিক : সবুজ পাহাড়ের রাজা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।

কামরুজ্জামান স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো... চলুক চলুক চলুক
-----------------------------------
Sad Songs

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।