হাজার হাজার বছরের চীনা সাম্রাজ্যের ইতিহাসে
ঊ জেইটান হচ্ছেন একমাত্র পুরোদস্তুর নারী সম্রাট। না সম্রাটের স্ত্রী 'সম্রাজ্ঞী' নন। 'সম্রাট'। দস্তুরমত একচ্ছত্র শাসক পরাক্রমশালী সম্রাট! অবিশ্বাস্য প্রেম, যুদ্ধ, সংগ্রাম, ষড়যন্ত্র, বুদ্ধিমত্তা, নির্মমতা, উচ্চাশা আর অন্যান্য অতুলনীয় অনুপম কীর্তিতে ভাস্বর এই একমেবাদ্বিতীয়ম নারী-সম্রাটের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও জীবন। পূর্বতন ২ সম্রাটের উপপত্নী হিসেবে জীবন শুরু করলেও, ইতিহাসে রাজিয়া সুলতানা বা অন্যান্য নারীশাসকদের মতো পরিণতি হয়নি তার - প্রতিষ্ঠিত পুরুষ-অভিজাততন্ত্র তাঁকে কাবু করে রাখতে পারেনি, পারেনি তাঁকে চিরতরে তাদের ক্রীড়নক, পুতুল-শাসক বা চিরবাধ্যগত অঙ্কশায়িনী হারেম-বন্দী বাইজী-উপপত্নী বা 'মহিষী', এমনকি সংসারত্যাগী সন্ন্যাসিনী বানিয়ে রাখতে - বরং উলটে তাদেরই তিনি শেষমেশ নাকে দড়ি দিয়ে ঘোল খাইয়ে ছেড়েছেন আমৃত্যু। কচুকাটা করেছেন প্রয়োজনবোধে, বা বানিয়েছেন হারেম-বন্দী অঙ্কশায়ী নিজস্ব মহিষ। কথিত আছে, তারও ছিল একটা শতাধিক (১২০) যুবক জিগোলো বা উপপতি শোভিত ব্যক্তিগত বিশাল হারেম। বুদ্ধিমান কবি-লেখকদের প্রতি তার ছিল বিশেষ আকর্ষন। ৮১ বছর দীর্ঘ জীবনের শেষ বছরে অসুস্থ অবস্থায় ক্ষমতাচ্যুত হওয়া সত্বেও 'সম্রাট' উপাধি নিয়েই সসম্মানে ক্ষমতাত্যাগ করেন। প্রায় ১৩০০ বছর আগে এই বাঘিনী প্রবল দাপটে মহাপরাক্রমে রাজত্ব করে গেছেন। প্রমান করে গেছেন, পুরুষ সম্রাটরা যা যা পারেন তার কোনকিছুই তিনি অনেক বেশি বৈ একচুল কম পারেন না।
যারা আরেকটু বিস্তারিত জানতে চান, তারা উইকিপিডিয়ার এই লেখাটা পড়ে দেখতে পারেন। পুরোটা পড়লে অনেক সমৃদ্ধ হবেন। মাস্ট রীড। সম্রাট ঊ জেইটানকে নিয়ে অনেক গল্প-উপন্যাস, টেলিফিল্ম ও সিনেমা হয়েছে বর্তমান যুগে। উদাহরনস্বরুপ এগুলোর কথা বলা যায় :--
........................................................................................
টিভি সিরিজ (চীনা ভাষায়):
১, ২,
সিনেমা (১৯৩৯-এ চীনা ভাষায় নির্মিত,; সাদা-কালো; ফ্রি ডাউনলোডেবল):
১,
উপন্যাস
১-(ইংরেজিতে মনে হয়। এখানে শুধু উপন্যাসটার ভূমিকা)। এই অসাধারন উপন্যাসটা আমাযন থেকে ক্রয়লভ্য।
........................................................................................
আরো দীর্ঘতর একটা তালিকা উপরে উল্লেখিত উইকি প্রবন্ধে পাওয়া যাবে।
তবে যারা হাতের কাছে এখনই ফ্রি পাওয়া যায় এবং ইংরেজি ভাষায় - এমন কিছু চাইবেন (উপরের সিনেমাটা ফ্রি ডাউনলোডেবল হলেও মান্ধাতার আমলের), তাদের জন্য ইন্টারনেটে আছে একটা নাটকের দুর্দান্ত ইংরেজি অডিওরূপ (ডাউনলোড) :--
ঐতিহাসিক প্রেক্ষাপটের পৃথক ও সঙ্খিপ্ত অডিও-ভূমিকাসহ মূল অডিও (টরেন্ট):
অপশন- ১, ২ (৬১ এমবি);
অথবা,
ভূমিকাবিহীন মূল অডিও : ১(৩৩ এমবি)
এনজয়।
মন্তব্য
রেফারেন্স ঘেঁটে যদি নিজেই একটা পূর্ণ লেখা দিতেন তবে ভালো হত। ভুমিকা দিয়ে (লেখার প্রথম অংশটাকে তাই মনে হল) বিস্তারিত জানার জন্য লিঙ্ক দিয়ে দেয়াটাকে ভালো লাগেনি। বরং বিস্তারিত লিখে আরো জানার জন্য লিঙ্ক দিলে ভালো লাগত।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভালো লাগাতে পারিনি বলে দুঃখিত। তবে আপনি আসলে ঠিকই ধরেছেন, লেখার প্রথমাংশটা তো আসলে 'ভূমিকা'-ই এক হিসেবে !
তবে কিসের ভূমিকা সেটাই হলো প্রশ্ন। এই ভূমিকাটা বিস্তারিত জানার জন্য যে উইকি প্রবন্ধের লিঙ্ক দিয়েছি তার ভূমিকা নয়। বরং ওটাও একটা ভূমিকা। বিস্তারিত ভূমিকা বলা যেতে পারে। আসলে একদম সর্বশেষ যে লিঙ্কটা দিয়েছি, উপরের সবকিছু সেটারই ভূমিকা বা ভণিতা মাত্র। এটাই (অডিও) এই পোস্টের আসল বিষয়বস্তু। এটা শোনানোর জন্যই এত বাগাড়াম্বর।
আসলে ঐ অডিও নাটকটা শুনে নিজে এত অভিভূত হয়েছিলাম যে সচলায়তনে শেয়ার করতে উদ্গ্রীব ছিলাম। কিন্তু কোন ভূমিকা ছাড়া কেম্নে হয় ? কি পোস্ট করছি, কি শেয়ার করতে চাইছি তা কেমনে বুঝাই। তখনই শুধু, ভূমিকার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে ঊ জেইটানের চমকপ্রদ ইতিহাস আবিস্কার করি। কিন্তু এই ইতিহাস আকর্ষনীয় হলেও যথেষ্ট বড়, আর আমার মূল উদ্দেশ্য থেকে সরে এসে এই বিষয়ের গভীরে ঢোকার মত সময় ছিল না তখন। দুঃখিত।
তবে ভূমিকাটা একদম খাপছাড়া কি বলা যাবে ? এটাকে একটা সঙ্খিপ্ত পরিচিতিমূলক প্যারাগ্রাফ হয়তো বলা যায়। আশা করি অডিওটা শুনে দেখবেন। ভালো লাগবে। এটাই আসল বিষয় এই পোস্টে !
ধন্যবাদ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
------------------------------------
নিক নেম : সবুজ পাহাড়ের রাজা ।
হুম... চৈনিক হলেও, বালিকাযুগ যখন বহু শতাব্দী আগে পেরিয়ে এসেছেন তখন এনাকে নিয়ে আর ইন্টারেস্ট নেই
নতুন মন্তব্য করুন