• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

হার্ভি ক্রাম্পেটের ফাক্টস অফ লাইফ

হার্ভি ক্রাম্পেট এর ছবি
লিখেছেন হার্ভি ক্রাম্পেট (তারিখ: মঙ্গল, ২৬/০৬/২০০৭ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoআমি পরথমে ফাক্ট জমাইতাম এইখানে। অনেকদিন পর আবার ফাক্ট সংকলন করিতে সাধ হইল। তাহার পূর্বে পুরাতান ফাক্টগুলা পড়িয়া লন।

আর আমি কে তাহা জানিতে এইখানে টিপি দ্যান

১. সত্য সত্যই, মান আর নাই মান

২. কোন গাছে উঠলে মনে রাইখেন ওই গাছ থেইকা নামাও লাগব

৩. সময় কিছু ক্ষত কখনই শুকাইতে পারেনা..

৪. চিপায় পড়লে, খরগোশও কামড়ায়

৫. চিপায় পড়লে জ্ঞান বাড়ে

৬. লোডশেডিং নিয়া কাউ কাউ না কইরা, মোমবাত্তি জ্বালান

৭. ক্যাচাল লাগোনের সম্ভাবনা থাকলে লাগবোই

৮. যখন গ্যাঞ্জাম লাগলে ধরা খাইবেন, গ্যাঞ্জাম তখনই লাগে

৯. দেইখা সব ঠিকঠাক লাগলে আপনে অবশ্যই কিছু একটা দেখতে বাদ রাখছেন!

১০. একটা সমাধান করলে, পাঁচটা নতুন সমস্যা তৈরি হইবই

১১. আইজকা হাইসা লন, কাইলকা খবর আছে

১২. রেললাইন দেইখা কওন যায় না টেরেন কোন দিকে গেছে

১৩. সোন্দরী মাইয়াগুলা আগেই দখল হইয়া গেছে

১৪. ঘিলু X সৌন্দর্য X প্রেমে পড়ার সম্ভাবনা = ধ্রুবক

১৫. পয়সা দিয়া ভালোবাসা কিনা যায় না, তয় দরকষকষির অবসহানটা ভালোই পোক্ত হয়

১৬. যৌনআবেদনের অদ্ধেক হইল আপনের যেইটা আছে, আর বাকি অদ্ধেক যেইটা পাবলিকে ভাবে আপনের আছে

১৭. বাত্তি নিভাইলে সব মাইয়াই সোন্দর

১৮. মাইয়াগো বক্ষদেশ লইয়া যে গবেষনা করে পোলাপাইনে, সেই পরিমান গবেষনা মহাকাশ নিয়া করলে আইজকা চান্দের বুকে ঝালমুরি বেচন যাইত

১৯. ভালোবাসা হইল আবেগের কাছে বুদ্ধিমত্তার পরাজয়

২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

২১. আমরার কথা না বুঝলে, চুরের সম্পূরক মন্তব্য ফলো করেন, কামে দিব

২২. প্রথম পাতায় পোস্ট না দেওয়ার পরেও যে আমারে ফ্লাডার কয়, তার সিরিয়াস কন্সটিপেশনের প্রবলেম আছে!

২৩. রয়েসয়ে! ধরা এমনিতেও খাইবেন, ওমনিতেও খাইবেন

২৪. ব্রেক ঠিক না করতে পারলে, হর্নের আওয়াজ বাড়ায়া ফালানো ভালো

২৫. ফটোগ্রাফিক মেমোরী হগ্গলেরই থাকে, শুধু ফিলিমটাই থাকে না কারও কারও

২৬. দোস্তর কাছ থেইকা টেকা ধার করার আগে ভাইবা নিয়েন কোনটা বেশী দরকার টেকা না দোস্ত হিমসেলফ!

২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে

২৮. সকল প্রতিষ্ঠানেই, বিষ্ঠা সবসময় নিচের দিকে নামে ...

২৯. দুঃসময়ে যেই ব্যাটা দাঁত ক্যালায়ে হাসতে পারে, বুইঝা নিতে হবে হালা বাঙ্গি পাস করনের মানুষ খুইজা পাইছে

৩০. বাদাম ছড়াইলে বান্দরই আসে, ফুলপরী আসে না

৩১. নদী পার না হওনের আগে, কুমীররে ঢেলাইতে নাই

৩২. জগতে বিস্বস্ত বন্ধু হইল তিনটাঃ বিগতযৌবনা স্ত্রী, বুড়া কুত্তা আর নগদ টেকা

৩৩. চিন্তা করতে করতে টায়ার্ড হইয়া গেলে পাবলিকে কনক্লুশন ল্যাখতে বসে

৩৪. পোলাপানে বিয়া কইরা ভাবে বউরা বদলাইবো না,
মাইয়ারা বিয়া কইরা ভাবে জামাইরা বদলাইবো!
শ্যাষে দুই পাট্টিই ধরা খায় হতাশায়...

৩৫.
মূল ফাক্ট:ফাকা হাড়ি বাজে বেশী।

সম্পূরক ফাক্ট (035.ক):
সাইকেলের যেই চাক্কা বেশী ক্যাচক্যাচ করে উহাতেই গ্রীজ বেশী ঢালা হয়!

৩৬.
মূল ফাক্ট: নিজের স্বাতন্ত্র্য নিয়া মাথা উঁচু কইরা দাড়াইতে হয়!

সম্পূরক ফাক্ট (036.ক):
যে পেরেকটা উঁচু হইয়া থাকে, হাতুরীর বাড়িটা ওইটার উপর আগে পড়ে!

৩৭. পুংজনন ইন্দ্রিয়-র ঘিলু নাই, কিন্তু সময় মতো মাথা তুইলা দাড়াইতে তার কোন অসুবিধা হয় না

৩৮. কোন কামে সফল না হইলে, সে বিষয়ক যাবতীয় চেষ্টার সকল প্রমাণ গায়েব কইরা দেওয়াই বুদ্ধিমানের লক্ষণ।

৩৯. বোকা লোকেরাই চোদন খায় বুদ্ধিমানগো কাছে। কিন্তু এই পাপের দোষ পড়ে গিয়া বোকাচোদাগো উপরে।

৪০. ঐশ্বরিয়ার সাথে নির্জন দ্বীপে আটকা পড়লে লগে একটা মোবাইল ফোন সাথে রাখা ভালো, কাউরে না কাউরে তো ফোন কইরা কইতে হইবো যে আপনে ঐশ্বরিয়ার লগে কী আকাম করতাছেন।

৪১. রামছাগলের সামনে না থাকা ভালো
খচ্চরের পিছনে না থাকা নিরাপদ
আর নির্বোধের ধারেপাশে না থাকা আশীর্বাদ

৪২. যে সাপের গালেও চুমায়, ব্যাঙের গালেও চুমায়, তার থিকা সাবধান। সম্ভাবনা আছে সে তোমার গালেও চুমাইবো, লগে তোমার জানেমানের গালেও।

৪৩. সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু ভাবমূর্তির কথা কয়।

৪৪. নীৎশে বলিয়াছিলো, ঈশ্বর মরিয়া গিয়াছেন। আর ঈশ্বর বলিয়াছেন, নীৎশে মরিয়া গিয়াছে।

৪৫. যদি আপনার দুই পায়ের মাঝে দুইটা অন্ডকোষ থাকে, আপনি একজন জেন্টলম্যান। আর যদি চারটা থাকে, মনে কইরেন না আপনি সুপারম্যান, এর অর্থ হইলো কেউ আপনার পশ্চাৎ মারতেছে

৪৬. মাহুতের লগে দোস্তি পাতাইলে ঘরের দরজা উচা কইরা বানাইতে হয়

৪৭. নেট ব্যবহারের পর হাত চটচটা হয়া থাকে স্পাইডারম্যানগো, জেন্টলম্যানগো না

৪৮. কারো বিষ্ঠার প্রশংসা কইরেন না, করলে পরে পিরিচে কইরা খাইতে দিবো

৪৯. পৃথিবীতে মানুষ দুই পদের, এক, যারা বাসর রাইতে বিড়াল মারে; দুই, যারা বাসর রাইতে চাপা মারে

৫০. ফাক্ট নিয়া তর্ক করন যায়, কিন্তু তাতে ফাক্ট পাল্টায় না

৫১. মাথায় বাড়ি পড়লে হিসাবের বুদ্ধি পরিষ্কার হয়া যায়, যেমন মাথায় আপেল পড়ছিলো দেইখা নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করছিলো

৫২. পুটকিতে বাত্তি জ্বলে দেইখা কিন্তু জোনাকি আসমান বরাবর উড়ে না, মাটির আশেপাশেই থাকে।

৫৩. ফাক্ট শুইনা যেইসব পাবলিক চেইতা যায়, হেরা কোন ফিকশনের দুনিয়ায় থাকে কওয়া মুশকিল।

৫৪. গাধা খাটে ঘোড়ার থিকা বেশি, খায় কম, কিন্তু মালিশ জোটে ঘোড়ার শইলে, আর ক্ষ্যামতা মাপা হয় হর্স পাওয়ারে ... কারণ একটাই, অ্যাস পাওয়ার কথাটা ভালো না।

৫৫. চোরের দশদিন আর সাধুর একদিন। তাই তো মন্ত্রীরা উন্নয়নের জোয়ার জোয়ার কইরা চিল্লায়, আর পাবলিক ভোটের দিন ভাব লয়।

৫৬. যাহারা ইন্টারনেটে বসিয়া পর্নো দেখেন না বলিয়া দাবি করিয়া থাকেন তাহাদের সম্মানে ওয়েব ব্রাউজারে দুইটি বাটন যোগ করা হইয়াছেঃ
১. ক্লিয়ার ক্যাশ
২. ডিলিট টেম্পোরারি ইন্টারনেট ফাইলস

৫৭. শান্তিতে জীবন যাপন করিতে গেলে ফাক্ট না জানিলেও চলে, ধান্দাবাজি জানা অনস্বীকার্য

৫৮. সহজে কাউরে খেদাইতে হইলে, তারে একটু পর পর "আপনার উচিত এইটা করা/সেইটা করা" জাতীয় বানী দেওয়া ফলদায়ক!

৫৯. দুনিয়ার তাবৎ অছলীল বিষয়রে যদি সামাজিকতার ভিতরে হালাল কইয়া ঢুকানো হইতো, তাহা হইলেও সপ্তাহ দুয়েক পরে জনগন নতুন কিছু অছলীল বিষয় নিয়া ফাল পারা শুরু করতো!

৬০. হাল ছাইড়া দিয়েন না, তাইলে গরুর ইচ্ছায় হালচাষ হইবো

৬১. ছাগলের মাথায় শিং থাকলেও তার মূল অস্ত্র ছাগলামি

৬২. রাজাগজারা সোনার থালে ভাত খায়, মাগার সোনার কমোডে হাগে না

৬৩. আদম গন্ধম খাইছিলো, কন্ডম পরে নাই। অরে ফলো করা উচিত হইবো না

৬৪. বুলবুলির পুটকি লাল, পুটকি লাল বান্দরেরও, কিন্তু বুলবুলির গান বান্দর গাইতে পারে না

৬৫. শয়তানের পুটকি বাতাসে মারে

৬৬. কেউ কেউ আছে প্রাকৃতিক ভোদাই, তবে এইটা ঠিক যে কেউ কেউ আছে খাইটা ভোদাই

৬৭. কুকিল বর্ষাকালে ডাকে না, কারণ বর্ষাকালে ব্যাং ডাকে। ভোদাইরা যখন ডাকাডাকি করে, বুদ্ধিমান তখন চুপ থাকে

৬৮. পুটকি যদি পুড়ে তাইলে চিক্কুর দিয়েন না, তাই লোকজনরে দেখাইতে হইবো

৬৯. কবিতা লিখা শুরু করতে পারে হগলতেই, কিন্তু জায়গামতো লিখা থামাইতে পারে কবিরাই

৭০. মাইনষের পিছে আঙুল না ঢুকানোই ভালো, মজা পায়া গেলে বার বার ঢুকাইতে কইবো

৭১. শয়তানকে যেখানে খেটে খেতে হয়, বুঝতে হবে সেখানে ঈশ্বর আছেন, পুরোহিত নেই

৭২. শিশুরা কখনোই নিজেদের শিশুত্ব নিয়ে গর্ব করে না। যে নিজেকে জোর করে শিশু সাজাতে চায়, সে হয় ভোদাই, নয়তো চরম বদমাইশ

৭৩. ভাবমূর্তি নিয়ে মাথাব্যথা থাকলে দিনেদুপুরে বারান্দায় বসে পায়খানা করা বন্ধ করুন

৭৪. কেউ যদি আপনের পিছনে আঙুল দ্যায়, খোঁজ নিয়া দ্যাখেন, কখনও হয়তো তার উপকার করছিলেন

৭৫. পাগলের কথায় কান দিয়েন না, তয় পাগলের কানে কথাও দিয়েন না

৭৬. মন্ত্রীগো দুর্নীতি হিসাব না কইরা খোঁজ ন্যান কাতলা মাছে কয় ফোঁটা পানি খাইলো

৭৭. আমড়ার বিচিতে কাঁটা আছে, তা-ও পাবলিক কামড়াইতে থাকে


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ছাগলের মাথায় শিং থাকলেও তার মূল অস্ত্র ছাগলামি

এইটা খুব পছন্দ হইছে। এইটারে সিগনেচার বানাইতে চাই। দিবেন?

কর্ণজয় এর ছবি

555 is my brand.Here is no 15 star

অমিত এর ছবি

সামহোয়ারইনে এই ফ্যাক্ট ফাইলগুলা বুকমার্ক করে রাখা ছিল। নতুন ফ্যাক্ট কই ?

দ্রোহী এর ছবি

জটিল সব ফ্যাক্টস!!!

অছ্যুৎ বলাই এর ছবি

একদিনেই এত! তোফা!তোফা!!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অয়ন এর ছবি

অসাধারণ সংগ্রহ।

সৌরভ এর ছবি

আমি এই ফাক্ট গুলোন নিয়মিত সিগনেচার হিসেবে য়্যুজ করি।
আরিগাতো, হার্ভি।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আবীর রেজা এর ছবি

আমার এক বন্ধুর থেকে নেওয়া ফ্যাক্ট: আপনের সংগ্রহের জন্য:

ঈশ্বর মানুষরে দুইখান মাথা দিসে, মাগার রক্ত দিসে কেবল এক মাথা পরিমান।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

খুঁজতেছিলাম।
৭০ আর ৭৭ নম্বর পাইলাম।

শাহেনশাহ সিমন এর ছবি

অনেকদিন পর পেলাম। থ্যাঙ্কস অয়ন।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ত্রিমাত্রিক কবি এর ছবি

(গুলি)

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।