লিখেছেন হাসান (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৪:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
এবং অবশেষে এসেই পড়লাম, সবার মাঝে। অন্তত যাদের লেখা পছন্দ করি। সামহোয়ার - এর গুমোটে থাকা এক ঘেয়ে আর গালাগালির চর্চার থেকে এযেন এক স্বস্থির নিশ্বাস।
অরুপ মিয়া না কইলে তো জানতামই না যে পিছনে পিছনে কিছু একটা চলতাছে, এক কথায় জট্টিল! যাক্কাস!! উড়াধুড়া!!! আইয়া দেখি হক্কলতেই আছে, মাশীদে তো দেখি ক্যায়া কালার লাগায়ে হ্যায় ... ভাগ্যিস পকেটে পয়সা কম ছিল, নাইলে তো আগুনই লাগায় দিতো।
আমি পড়ছি মহামছিবতে, পিসিতে ভিসতা চলার কারনে কিনা জানি না, অভ্র দিয়া ব্লগে লিখতে পারতেছি না, নোট প্যাডে লেইখ্যা পেষ্ট করতাছি। এখন সবার লেখা পড়া শুরু করুম।
আমার জন্য দোয়া রাইখেন সবাই।
মন্তব্য
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
ভাল আছি, ভাল থেকো।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন