মডু (মাতব্বর) টাইপের কেউ আছেন ... html টেস্ট করতেছি ... আপনারাও যোগ দেন

হাসান এর ছবি
লিখেছেন হাসান (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৫:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
মডু টাইপের কেউ আছেন ... একটা টেস্টিং করবো। যেকোন র্দূঘটনার জন্য আগে থেকে সর্তক করতে চাচ্ছি। থাকলে একটা আওয়াজ দেন ... আওয়াজ পাইলে টেস্টিং দিমু।

মন্তব্য

হাসিব এর ছবি
মালয়েশিয়াতে এখন সাত সকাল ।
হাসান এর ছবি
script ট্যাগ কাজ করে কিনা ... সেটাই ট্রাই করে দেখতে চাচ্ছিলাম। প্রিভিউ দিয়ে দেখলাম কাজ করে। খুব সহজেই সাইট রিডাইরেক্ট করে দেয়া যাবে। ইতিমধ্যে youtube ট্রাই করেছি ... কাজে দেয়। Full HTML তুলে দেয়া উচিত। -------------------------- পাগলামীর একটা সীমা আছে ...
হাসান এর ছবি
টেস্টিং ... দয়া করে কিছু মনে করবেন না। -------------------------- পাগলামীর একটা সীমা আছে ...
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
খাড়ান বন্ধ করতেছি এইটা। আসলেই এনোয়িং।
হাসান এর ছবি
গুগল এডসেন্স-এর কোডিং এর জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে। -------------------------- পাগলামীর একটা সীমা আছে ...
সচলায়তন এর ছবি
হাসু মিয়া টেস্টিং এর জন্য ধন্যবাদ। অনিরাপদ সুবিধা (স্ক্রীপ্ট, ইভেন্টস) বাদ দেওয়া হল ;) -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
গুড গুড।
হাসান এর ছবি
যাক এই মডুরাম নুটিশবোর্ডের মতো ঘুমায় না ... -------------------------- পাগলামীর একটা সীমা আছে ...
হিমু এর ছবি
রুনাম্যান আসতে না আসতেই একটা কামের কাম করে ফেলছে। সাবাশ বেটা।
উৎস এর ছবি
খুব জরুরী দরকার হলে মডুকে একটা গালি দিলে মনে হয় কাজ হবে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।