ব্যাঙ্ক একাউন্ট

হাসান এর ছবি
লিখেছেন হাসান (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ১২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
কুয়ো ব্যাঙ সাগরে পড়লে আইঠাই খায়, তেমনি বাংলাদেশ ছেড়ে এসে এই দেশে তেমনি ধরাটা খাইছিলাম। প্রথম ধরা খাইছিলাম proof of address নিয়া। ব্যাঙ্কে একাউন্ট খুলতে, NI নম্বরের (অনেকটা সোশাল সিকিউরিটি নম্বরের মতো) জন্য , GP-র (ডাক্তারের সাথে নিবন্ধিত হতে) জন্য আবেদন করতে এই proof of address চাই। আবার ব্যাঙ্ক একাউন্ট ছাড়া চাকুরীও পাওয়া যাবে না। হইলো ঠ্যালা! কোনমতে islamic bank of britain বইল্যা একটা ব্যাঙ্ক আছে ওইখানে একটা একাউন্ট খুললাম। তাতেও লাভ হলো না, অনেকেই ওই ব্যাঙ্কের নামও শুনে নাই। তারও কিছুদিন পর এই ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়া আর প্রুফ অফ এড্রেস দিয়া hsbc ব্যাঙ্কে একাউন্ট খুললাম। ততদিনে একটা বাসা নিয়ে তার এড্রেস ব্যবহার শুরু করে দিয়েছিলাম। hsbc শালারাও বদের হাড্ডি, স্টুডেন্ট একাউন্ট ধরায় দিয়েছিল, সাথে একটা solo র্কাড। কামের কাম কিছুই হয় না। কোন ওভার ড্রাফট নাই, র্কাড upgrade করবে না, একাউন্টও upgrade করবে না। প্রায় দেড়বছর হয়ে গেল এই solo র্কাড ব্যবহার করতে করতে। হঠা্ত করে গত সপ্তাহে এক পোলা কইলো Lloyds TSB নাকি এক নতুন পোলারে পাচঁ হাজার পাউন্ট ক্রেডিট লিমিট দিয়েছে। শুনে তো আমার চড়ক গাছ। কয় কি হালা! পরদিনও ছুটলাম পার্শ্বর্বতী Lloyds TSB র শাখায়, কাগজপত্র দেখে current account এর সবচেয়ে ভাল Premier একাউন্ট অফার করলো আর বলল এই একাউন্ট নিয়ে যাবতীয় সুবিধা পাওয়া যাবে আর সাথে সাথে তিনমাস পর ক্রেডিট র্কাড দিবে। আপাতত পাচঁশত পাউন্ড ওভারড্রাফট আর একদিন সর্বোচ্চ পাচঁশত পাউন্ড withdrawn পাওয়া যাবে। আমি তো যারপরনাই খুশি। নাচতে নাচতে বাড়ি এলাম। আমার কথা শুনে আমার আরেক হাউজমেটও গেল একাউন্ট খুলতে, ওরে দিল current account-silver। ওইটা কার্ডের সিরিয়ালে ২ নম্বর আর আমারটা ৫ নম্বর। যাইহোক কিছুটা খুশি লাগলো। কেন খুশি লাগল পরে কোন একদিন বলবো। আজ সকালে Visa Debit Card পেলাম, এতদিন কারোও কাছে premier account এর debit card দেখি নাই, আর অন্য একাউন্টগুলো কার্ডগুলো দেখতে তেমন একটা ভাল না, কিন্তু আমার কার্ডটা দেখতে খুব সুন্দর আর যেদিন একাউন্ট খুলতে গিয়েছিলাম, ওইদিন একজনের হাতে এই কার্ডটা দেখে দীর্ঘশ্বাস ফেলেছিলাম - কবে যে অমন একটা কার্ড পাব, আর এক সপ্তাহের মাথায় পেয়ে গেলাম। হয়তো তিনমাসের মাথায় ক্রেডিট কার্ডও পেয়ে যাবো। তাহলে আর সেমেস্টারের আগে ফি নিয়ে চিন্তা করতে হবে না। আহ ....

মন্তব্য

অরূপ এর ছবি
সাত বার অ্যাপ্লাই করেছিলাম ক্রেডিট কার্ডের জন্য সাতবারই বাতিল! ফাইনালী এইচএসবিসি থেকে একটা গোল্ড কার্ড পেয়েছি একমাস আগে। কি যে শান্তি! ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হাসান এর ছবি
মালয়েশিয়ার খবর জানি না, এই দেশে hsbc খুবই খাইষ্টা। স্টুডেন্ট শুনলে student account আর solo card ছাড়া আর কিছুই অফার করে না। এর জন্য অবশ্য পোলাপাইনই দায়ী একেকজন হাজার হাজার পাউন্ড ক্রেডিট লিমিট আর over draft এ টাকা তুইল্যা পালায় যায়। premier account এর সুযোগ সুবিধাগুলো ভাল মনে হল, এর চেয়ে বড় কথা অক্টোবর থেকে পরের semester শুরু হবে। তখন credit card ভাল কাজে আসবে। আপাতত এই তিনমাস visa debit card এ সন্তুষ্ট থাকতে হবে। -------------------------- পাগলামীর একটা সীমা আছে ...
হাসান মোরশেদ এর ছবি
সম্ভব হলে একই এড্রেস ব্যাবহার করুন । ভোটার হোন । বেতন সরাসরি একাউন্টে যাওয়ার ব্যাবস্থা করুন । ডাইরেক্ট ডেবিট যথাসম্ভব বেশী করুন । বারবার ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করবেননা । একবার রিজেক্ট হলে অন্ততঃতিনমাস অপেক্ষা করুন । একবার পেলে সাথে সাথে আরো দুয়েকটাতে এপ্লাই করুন । sky card, Aqua, Vanquiush এরকম সস্তা কিছু কার্ড আগে বাগিয়ে নিন, তাহলে ক্রেডিট স্কোর বাড়াতে পারবেন । (অভিজ্ঞতা থেকে বললাম । এই দেশে পড়ালেখা যা করেছি, সবই দয়াশীল ব্যাংকের পয়সায় । আমার ব্যাংক বার্কলেস, আর নেটওয়েষ্ট । ভালো ভাবে একাউন্ট মেইন্টেন করুন, পাঁচ-দশ হাজারের পার্সোনাল লোন ব্যাপার না । ঠেকায় না পড়লে ব্যাংকের কাছে ভিসার স্ট্যাটাস বলবেননা । অল দ্যা বেষ্ট :) ) -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।