• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

মাননীয় কারিগরগন,একখান পতাকার জন্য বিনীত আবেদন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ০৪/০৭/২০০৭ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

..

কিমাশ্চর্য ব্যাপার স্যাপার!
সকলের নামের পাশে একএকখান দেশের পতাকা । অভাগা হাসান মোরশেদ তোমার জন্য কিচ্ছু নাই! নাই দেশ নাই পতাকা । ননএক্সিস্টিং হয়ে গেছিস বেটা!

মাননীয় সাইট কারিগরগন, লালসবুজের পতাকাখান লাগিয়ে দিতে পারেন । আর লোকেশন বোঝানোর জন্য হলে বেচারা রবার্টব্রুস এর নীল পতাকাখান ।

কার্যসমাধা হলে এই বেহুদা পোষ্ট মুছে দেবেন ।


মন্তব্য

আরশাদ রহমান এর ছবি

হ্যা পতাকার রহস্য কি? সুমন চৌধুরীরও মনে হয় পতাকা ছাড়া।
আমার মনে হয় ঝান্ডা নি দিলেই ভালো। সামহোয়্যার এর কিছু রাজাকারদের লোকাশন জানাইতে চাইতমান ইচ্ছা কইরা কারণ ঝারি দিতে সুবিধা হইতো। এই খানে অবশ্য ওই সমস্যা নাই সুতরাং দিলেও অসুবিধা নাই।

আরশাদ রহমান এর ছবি

পতাকা দেখি উধাও হইয়া গেছে!

হাসান মোরশেদ এর ছবি

মনে হয় সহসা ফিরে আসবে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

পতাকা দর্কার নাই।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আড্ডাবাজ এর ছবি

কারিগর ভাইরা,
পতাকা চাই না। লাল সবুজের পতাকাই বুকে ধারণ করে রাখি। এর বাইরে আর কোন পরিচয় চাই না। ধন্যবাদ।

হাসান মোরশেদ এর ছবি

আমি ও তাই বলি ।
বিশেষ কোন টেক সুবিধার জন্য না হলে দরকার নাই এটার ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

পতাকার বদলে অন্য কোন লোগো দেয়া যেতে পারে। কে কোন দেশে আছেন সেটা মাঝে মাঝে জানতে ইচ্ছা করে। সে হিসেবে আইপির লোকেশন দেখানোর আইডিয়াটা দারুন। কখনো মন্তব্য করার সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে, এই ব্যাপারটা কাজে দেবে খুব।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৌরভ এর ছবি

পতাকা চাই না।
আমি বাংলাদেশের মফস্বলে থাকি আর পতাকা দেখায় কোন অদেশের, কোন অজায়গার , এ নিয়ে আমি ভীষণ বিব্রত।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

নাগরিকত্ব নয়, বোধহয় অবস্থান বোঝানোর জন্যে পতাকা এসেছিলো। সেটা একদম জরুরি নয়। ইন্টারনেট তো ভূগোল-মুক্ত (নাকি পতাকামুক্ত) কমিউনিটি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অরূপ এর ছবি

পতাকা প্রসঙ্গ:

পতাকা দেওয়াটা ঠিক "গুড টু লুক" ফীচার হিসাবে দেওয়া না। অ্যানোনিমাস সব ইউজারের জন্য পতাকা, IP Address এবং Network ID দৃশ্যমান হবে। ভিজিবিলিটি থাকবে মডারেটর এবং সঞ্চালকদের।

ধন্যবাদ

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

মাশীদ এর ছবি

পতাকা দেখানোর ব্যাপারটা আমার মজাই লাগছিল। আমরা সবাই কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে থেকেও কেমন একসাথে আছি দেখে ভাল লাগছিল। ধুর! আপনেরা সবাই কেমন জানি রসকষহীন ভ্যারেন্ডা ভাজা টাইপ। মনটা বিলা হয়ে গেল।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আরিফ জেবতিক এর ছবি

আন্তর্জাতিক ব্যাপার স্যাপার।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

অপালা এর ছবি

পতাকা বিষয়টা আমার খুব ভালো লাগে নি।নিজের নামের পাশে অন্য দেশের পতাকা দেখতে ভাল লাগছে না, যদি এটা বাংলাদেশের পতাকা হতো তা হলে কোন সমস্যা নাই, কিন্তু ইউ এস পতাকা টানানোর কোনো ইচ্চা ই হয় না।একটা মানসিক ধাক্কা খাই।

মাশীদ এর ছবি

নামের পাশে অন্য দেশের পতাকা দেখে অনেকেই বেশ আপসেট হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে। তারপরেও তো ইউ এস এ বা বিদেশেই থাকছি অনেকেই আমরা। আমার কাছে এ ব্যাপারটা মাঝেমাঝেই খুব হিপোক্রেসীর মত মনে হয়। আজকে পতাকাগুলো দেখে আমার মাথায়ই আসল না যে এটায় জাতীয়তাবাদ নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন আসার তো মানেও দেখছি না। এখানের সবাই বাংলাদেশী, ভারতীয় বাঙালিও হয়তো আছেন - এই। পতাকাগুলো দেখে কে কোথায় আছি শুধু সেটাই মনে হল। মনে হল, বাহ্! আর ক'মাস আগে হলেই অন্য (সিঙ্গাপুর বা বাংলাদেশের) পতাকা দেখাতো। কি জানি, may be i'm too shallow for this 'serious' blogsphere.


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ভাস্কর এর ছবি

আমারো পতাকার ব্যাপারটা মজার লাগতেছিলো...রঙীন আর বেশ মিনিয়েচার শিল্পের মতোন...

আর ইউএসএ'র পতাকাতো যারা ঐখানে থাকেন কিম্বা এমনকি আমরা যারা বাংলাদেশে থাকি তাগোও নিয়মিত দেখতে হয়...বিরোধটা ঠিক বুঝলাম না..


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

উৎস এর ছবি

বাইরে এসে সবার আগে যে ব্যাপারটা ভীষন চোখে লাগতো সেটা হচ্ছে হিপোক্রেসী। যুক্তরাষ্ট্রে থাকার জন্য লোকে খড়কুটো আকড়ে ধরে থাকে। লাথি দিয়ে বের না করে দিলে স্বেচ্ছায় যাওয়ার লোক কম। আবার দেখা হলেই দেশে যেতে চাই, দেশে সমস্ত সুখ এসব কথা শুনতে হয়। জানি না হয়তো এটাই তাদের সত্যিকার মনোভাব। আমার কাছে সবসময় মনে হতো নিজের সাথে এই দ্বিচারিতার কোন প্রয়োজন নেই। আমি ইচ্ছা করেই যুক্তরাষ্ট্রে থাকি, দেশের জন্য টান আছে তবে যুক্তরাষ্ট্রে থাকার ইচ্ছার চেয়ে কম। ভিনদেশের ভিনদেশী লোকেরা যে সব সুবিধা আমাকে দেয়, আমার যটতুকু মুল্য দেয়, আমার দেশের লোকেরা কখনই সেটা দিত না। নিজের ভালর জন্যই এখানে থাকি, বাংলাদেশে ফিরে যাই না।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমি মাশীদের সাথে একশত ভাগ আছি।
সবকিছু নিয়া জাতীয়তাবাদের সাথে গুলায়া ফেললে কি করে হবে?
অটো পতাকাগুলো দেখা দিলে কী ক্ষতি?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসিব এর ছবি

বিদেশে থাকি বইলা ভিনদেশী পতাকা আমার পোস্টে ঝুলতে দেয়া হইবেক না ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

দৃশা এর ছবি

ব্লগে না মনের মইধ্যে লাল সবুজের ছাপ্পা পড়লেই আমি খুশি...

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপের জন্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- কে কার পতাকা চুরি করছে? আমিতো কিছুই বুঝলাম না! :-?
_________________________________
<সযতনে বেখেয়াল>

ঝরাপাতা এর ছবি

পতাকা দেয়াতে একটু ভালো দেখাচ্ছিলো। আর আমাদের যেহেতু এখানে লুকোচুরির কিছু নেই, তাই পতাকা দিলে কোন আপত্তি থাকার নেই। তবে পতাকা দেখলেই কেন জানি লাল-সবুজের জন্য বুকে মোচড় দিয়ে ওঠে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

হুম এটা ও ঠিক,ওটা ও ঠিক ।
এই পোষ্টটা ছিলো সাময়িক । ভেবেছিলাম মুছে দেবো । এখন মায়া লাগছে মন্তব্যগুলোর জন্য ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রাখেন পোস্টটা। আর ইউ যোগ করে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

আমার কাছে তো ভালোই লাগছিলো। কে কোথায় থাকেন সেটা পতাকা দেখে আঁচ করা যাচ্ছিল। মাশীদের সাথে শতভাগ একমত, সবকিছুতে জাতীয়তাবাদ গুলিয়ে ফেলাটা কোন কাজের কথা না। আর জাতীয়তাবাদ এত ঠুনকোও নয় যে সামান্য নাড়া লাগলেই ভেঙে যাবে।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

এস্কিমো এর ছবি

হ থাকুক পতাকা।

দেখতে ভালই লাগছিলো...

অসুবিধা কি, আমি তো বাঙালী ...বাংলায় লিখি...

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

কারুবাসনা এর ছবি

কি সব উটকো ভাবনা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

হাসান মোরশেদ এর ছবি

জামাইবাবু,আছুইন কেমুন?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।