।।১।।
দেশে যাচ্ছি জানুয়ারীর ৩য় সপ্তাহে ।
দেশে যাচ্ছি নাকি দেশে আসছি? যাওয়া কিংবা আসার মাঝে প্রকৃত ব্যবধান আসলে কতোটুকু?
একদা শহর সিলেট দাপিয়ে বেড়ানো,এখন নগর ঢাকায় নির্বাসিত একজন কবির সাথে কথা হলো সম্প্রতি । জানালেন -যে শহরের সুর্যোদয়ের ডাকনাম ছিলো ভালোবাসা ,তার পোষ্টমর্টেম হয়ে গেছে । সেই শহরে আর কোন বন্ধু নেই ইদানিং,কিছু মধ্যবিত্ত ঘরগেরস্থ ছাড়া ।
সেখানেই যাচ্ছি তবু ।
যাচ্ছি,ফিরে আসার জন্য?
।।২।।
একুশে বইমেলায় উপন্যাস প্রকাশের সম্ভাবনা আছে ।
প্রথম বই প্রকাশের অনুভূতি নাকি প্রথম সন্তান হবার মতোই দ্যোতনাময় ।
কই,কিছু টের পাচ্ছি নাতো!
বরং সুনীলের একটা কবিতার লাইন মনে পড়ছে বারবার
'রোদ্দুর মহৎ করে মন,আমার চাই ক্লান্ত অন্ধকার'
আরিফ (আরিফ জেবতিক) উপন্যাস লিখছে 'তাকে ডেকেছিলো ধুলিমাখা চাঁদ' । পড়ছি ।
পড়তে গিয়ে জয় গোস্বামী ভর করে
আকাশে তখন ঘোড়া ভেসে যায়,ভাসতে ভাসতে থমকে দাঁড়ায় চন্দ্রে
অমনি ক্ষেপেছে,ক্ষেপে গেছে ঘোড়া,এক পা ঠুকছে চাঁদের মাথায়
তিনপা উড়ছে শূন্যে...
।।৩।।
সচলায়তনে লিখিনি সপ্তাহখানেক ।
প্রি ক্রিসমাস ও পোষ্টক্রিসমাস ছুটি ও পার্টি মিলিয়ে অবস্থা ছিলো নিমনাখারা ।
ক্রিসমাসের আগের রাতে এক পার্টিতে ভালো লাগলো পান করতে 'বেইলিস আলেক্সান্ডার' । ডাবল মেসার বেইলিস ক্রীম, সিংগল মেসার ব্রান্ডি আর বেশী করে বরফ কুচি । হিম হিম ঠান্ডায় দুর্দান্ত ।
সচলের নতুন বন্ধুরা লিখছেন চমৎকার ।
মুখর থাকুক সচলায়তন ।
।।৪।।
বেনজির খুন হলেন । আলকায়েদা সহজেই দায় নিলো ।
কোরবানী উৎসবে র্যাঙ্গস ভবনে লটকে থাকা লাশগুলো নতুন ডাইমেশন আনলো । রাষ্ট্রের নাগরগন হজ্জ্বব্রত পালন করে আসলেন । লাশের গন্ধ সহজেই ভুলে যাওয়া গেলো ।
বিষ্ণুমুর্তির দ্বাদশী দশা হলো । এতো চিৎকার,এতো প্রতিবাদ,এতো আশংকা সকলই গরল ভেল । ঘটনা আদতে সহজ সরল । বিমানবন্দরের ছিচকে চোর দল মোবাইলের চালান ভেবে তুলে নিয়ে গিয়েছিলো!
বাহ,আদমের পুত্রকন্যাগন এদানিং বড় সহজিয়া হয়ে উঠছে । বড় বিশ্বাসপ্রবন । নিশ্চয়ই বিশ্বাসীগনের জন্য রয়েছে দুজাহানের কল্যান ও অফুরন্ত পুরস্কার ।
মন্তব্য
- কী মজা দাদা।
'ছোটতর'ও ঐ সময়েই দেশে যাবে (কিম্বা আসবে) হয়তো।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেইলে জানাস কবে যাচ্ছিস,কতোদিন থাকবি? আমি ২২ এ উড়াল দেবো
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনি অনেকদিন পরে ..
আজই ভাবছিলাম কবিতা পোস্ট করব কীনা (যেটা এখনো লেখা হয়নি)। আর সেই সাথে ভাবছিলাম আমার কবিতা অন্তত যে একজনের পড়ার সম্ভাবনা ছিল সেই আপনিই ইদানিং অনুপস্থিত। আর কী আশ্চর্য, আপনি আজই পোস্ট দিলেন!
কিন্তু বস এটা কী লিখলেন? কবিতা না গদ্য? (কীভাবে পড়ব সেই অর্থে)
কই? কবিতা কই? তাড়াতাড়ি ছাড়েন । পড়ি ।
আর এটাতো পঞ্জিকা মাত্র
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
(বিপ্লব)
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বাহ ! চমৎকার খবর ! আপনার উপন্যাস প্রকাশিত হইবে ,
ইহা অবশ্যই আনন্দের সন্দেশ।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
প্রিয় সজারু, সচলায়তনের শুরুতে কথা দিয়েছিলেন ,আমার একটা লেখার প্রতিক্রিয়ায় নতুন লেখা দেবেন । ছয়মাস গত হলো দাদা । তবু আপনার দর্শন তো পাওয়া গেলো
---------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
উপন্যাসটি সচলে এলো না কেন?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ঠিক প্রশ্ন!! উহা সচলে আসিলো না কেন?
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
জোর সম্ভাবনা হচ্ছে প্রকাশকের নিষেধাজ্ঞা ।
জ্বিনা স্যার ।
নিষেধাজ্ঞা মেনে লেখালেখি করবো কেনো?
ঘটনা হলো, এখনো লেখা শেষই হয়নি
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ইয়ে ; ভয়ে ভয়ে জানতে চাই ....লেখা শুরু হইছে তো ?
বাহ, আসছেন তাহলে! আসুন। খুবই আনন্দের সংবাদ।
এটা আরো আনন্দের যে আপনার উপন্যাস বেরোচ্ছে। আগে থেকেই এক কপি বুকিং দেয়া থাকল।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
১. উপন্যাস প্রকাশের সিদ্ধান্তে ত্রি উল্লাস । হাসান মোরশেদ ব্যাক ইন ট্র্যাক , বিশাল সুখবর ।
লেখকের কাজ লেখা ।বই তো প্রকাশ করবেন অন্য কেউ ।
প্রকাশ হলে পর, পাঠকের মতো লেখক ও অবাক বিস্ময়ে বইয়ের এক কপি হাতে নিয়ে ভাববেন - আরে,এটা তাহলে আমার!
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনাকে শুভেচ্ছা বই প্রকাশের সংবাদে!
লেখাটা চমত্কার লাগলো।
খাদক হিসেবে অগ্রিম টিকেট বুকিং দিলাম। এইবার কোনভাবেই মিস হবে না।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মুগ্ধ পাঠকদের দাবী পূরণ করায় সবিনয় লাল সালাম। এবং অবশ্যই জাঝা।
আরে বস! খবর কিতা? প্রকাশনার খবর শুনে ভালো লাগল। ত্রিচিয়ার্স।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কৃতজ্ঞতা সকলে,সবিনয়ে
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ফাটাফাটি খবর !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অভিনন্দন হাসান মোরশেদ ও আরিফ জেবতিককে। বইগুলো সচলে (= মুফতে) পড়বার অপেক্ষায় থাকলাম।
বাহ্। বেশ দারুণ খবর। শুনে বেশ ভালো লাগছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
এসো কর স্নান
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুভেচ্ছা, কড়কড়ে কাগজে মুড়মুড়ে লেখা, ভাবতেই ভালো লাগছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
উহু, সব্বাই দেশে ক্যানো?
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন