প্রত্নসম্পদ আপডেটঃ- ডেইলি স্টারকে লেখা ফরাসী মিউজিয়ামের চিঠি

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ০৫/০১/২০০৮ - ৬:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

A letter from Prof. JarrigeA letter from Prof. Jarrige
সচলায়তনের সচল ব্লগার ও পাঠকগন প্রত্নসম্পদ নিয়ে ঘটে যাওয়া ঘটনাসমুহ নিয়ে শুরু থেকেই উৎকীর্ণ ছিলেন ।
অনেক খেলা হয়ে গেলো,খেলা সম্ভবতঃ শেষ নয় এখনো । রাষ্ট্রদুত ভদ্রলোক ব্রেইন হ্যামারেজ(?) এ মারা গেলেন ।

শিল্পীবন্ধু পলাশের ফরোয়ার্ড করা মেইলে একটা লিংক পেলাম । সচেতন ব্লগার ও পাঠকগন লিংক ঘুরে দেখতে পারেন ।

জারিগ সাহেবের চিঠি

ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগের পাতায় সময় দিতে পারছিনা । সহসা ব্যস্ততার সমাপ্তি ঘটানোর ভরসা রাখছি ।
ভালো থাকুন সবাই,যতোটা ভালো থাকা যায় হাসি


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

অপরিশীলিত প্রাথমিক অনুভূতিটাই তুলে দেই -- "হ, কইসে তোরে!"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।