• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দেরী হোক,তবু বলি-'শুভ জন্মদিন কবি শেখ জলিল'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ১০:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

গতকাল প্রায় সারাদিন সচলায়তনের দ্বার রুদ্ধ হয়েছিলো আর এই ফাঁকে চলে গেলো কবি শেখ জলিলের জন্মদিন!

তবু শুভকামনা বিগত হয়না এই ভরসায় শুভেচ্ছা জানাতে দ্বিধা করছিনা ।


শুভ জন্মদিন জলিল ভাই ।
সকল সচলের অভিবাদন গ্রহন করুন

জন্মদিনে আপনার জন্য একটা ধাঁধাঃ



কত যে বিস্ময়ে ভাবি সোনালী অতীত
আমি এক মৃতপ্রায় কবি লিখি -গান
মনে পড়ে এনাটমির ডিসেকশন ছেড়ে
কোন এক আনন্দমোহন দিনে
চুপিচুপি গিয়ে রত্নাকুন্ডুর কন্ঠে
শুনেছিলাম নিজেরই লেখা গান-
লাজের নম্রতা ভেঙ্গে
হয়নি সেদিন দেখা তার সাথে

নদীর নিকট লেখা চিঠি গুঁজে দেই
বন্ধুবর সৌরভের পকেটে
আসেনি তো নদী ব্রম্মপুত্র তীরে
কেটে গেছে দিন ।
এখন গানের মুগ্ধতায় ভাবি সেই সব দিন
আমি এক মৃতপ্রায় কবি-
লিখি গান সকল স্তব্দতা ভেঙ্গে ।।



বলুন তো এই কবিতা কোন কবির লেখা?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন । অল দ্যা বেষ্ট ।

মৃন্ময় আহমেদ এর ছবি

দেরীতে কোনো ক্ষতি নেই।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আড্ডাবাজ এর ছবি

শুভ জন্মদিন জলিল ভাই।

কামরুল হাসান মোরশেদ এর ছবি

কবি জন্মদিনে অভিনন্দন ।
হাসান মোরশেদ শুভেচ্ছা জানালেন সকল সচলের পক্ষ থেকে তাই
এ অচল না হয় সকল অচলের পক্ষ থেকে ।

সচল + অচল = কবির পাঠক কূল ।

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন

--সবজান্তা

--সিরিয়াল কিলার
----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

মুজিব মেহদী এর ছবি

শেখ জলিলের
গানে গানে
মুখরিত হোক
এ ভুবন।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

বিপ্লব রহমান এর ছবি

(মোম)

হেপ্পি বাড্ডে!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নিঘাত তিথি এর ছবি

শুভ জন্মদিন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন জলিল ভাই। কারো সাতে পাঁচে না থাকা জলিল ভাই আমার পছন্দের একজন মানুষ। আপনার শুভ কামনা করছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ান এর ছবি

শুভ জন্মদিন শেখ জলিল ভাই।

সবজান্তাই তাহলে সিরিয়াল কিলার? এতক্ষনে বিষয়টা খোলাসা হইল।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

s-s এর ছবি

many happy returns of the day.

তীরন্দাজ এর ছবি

শুভ জন্মদিন, জলিল ভাই!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

লুৎফুল আরেফীন এর ছবি

আরে আমারও তো ১০ জানুয়ারী!!!
আসেন কোলাকুলি হয়ে যাক।

আমাদের জন্মের সালগুলো এক কিনা জানিনা। তবে সেটা আলাদা হলেও আমরা বুড়ো কিন্তু একসাথেই হচ্ছি। সেলিব্রেশনের আর কি কারণ দরকার বলেন!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন জলিল ভাই।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ফারুক হাসান এর ছবি

কবিতা পাঠকের আকালের দিন আসতেই পারে, তাই বলে যে মানুষটি নীরবে কাব্যলক্ষীর পায়ে পুঁজো দিয়ে চলেছেন অগোচরে, সেই কবির জন্মদিনে অনেক ভালোবাসা।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন, জলিল ভাই

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভকামনা!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অতিথি হয়ে মন্তব্য করার চেষ্টা ব্যর্থ হলো।
বহুকষ্টে লগ-ইন করে শুভেচ্ছা কবিকে...

শুভ জন্মদিন কবি...............
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

দিগন্ত এর ছবি

কবিতাও দারুণ আর কবি জলিলও ... শুভ জন্মদিন।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

ধুসর গোধূলি এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

শুভ জন্মদিন, কাকু!
নাতিপুতিতে ঘর ভরে উঠুক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

কবিকে জন্মদিনের শুভেচ্ছা!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সৌরভ এর ছবি

শুভ কামনা।
কবিতার ম্যাজিক ভালোভাবে বোঝে না এমন কারো পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন কবি।


কি মাঝি? ডরাইলা?

শেখ জলিল এর ছবি

হাসান মোরশেদ- হাহাহা। হাসালেন বেশ। একটা জন্মদিন আসার মানে হলো জীবনের পরমায়ু থেকে আরও বছর খসে যাওয়া। হেলায় হেলায় বেলা তো অনেক হলো! না-পাওয়ার বেদনা তাইতো কুরে খায়।
আর যে ধাঁধা দিয়েছেন ওটা তো আমারই লেখা ২০০০ সালের। কবিতার নাম- আনন্দ মোহন দিন।
অন্যান্য সবার জন্য- জন্মদিনে ১২ ঘন্টায় ২৪ জনের শুভকামনা কবিতা লেখায় উদ্বুদ্ধ করবে অবশ্যই। সচলের পাঠককুলের কাছে আমি কবিতা লেখার ঋণে আবদ্ধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চুপি চুপি একটা কথা বলে রাখি-
(হাসান মোরশেদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়া পরম সৌভাগ্যের। কারণ হাসান মোরশেদ আমার কবিতার সহযাত্রী দুয়ের অধিক বছরের। আমিও তাঁর কবিতার ভক্ত। একজন অখ্যাত কবির এর চেয়ে বড়ো পাওয়া আর কী হতে পারে?)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন হে কবি....


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কবিকে জন্মদিনের শুভেচ্ছা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।