যে শহরে ফিরিনি আমি-১

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৭/০১/২০০৮ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২২।০১।০৮

সিদ্ধান্তটা বদলে ফেললাম নিউক্যাসেল এয়ারপোর্টে এসে ।
দুপুর একটা দশ এ এমিরেটস এর ফ্লাইট । আগের দিন চলে এসেছিলাম নিউক্যাসেলের আউটস্কার্ট সাউথ শিল্ড এ ।
কথা ছিলো মামা এসে পিক করবেন নিউক্যাসেল ট্রেন স্টেশনে,পরদিন এয়ারপোর্টে সি অফ করবেনা । নানী হঠাৎ অসুস্থ । সম্ভব হলোনা ।
সাউথ শিল্ড থেকে মেট্রোতে চড়ে চলে এলাম সোজা এয়ারপোর্ট এ । অনলাইনে টিকিট করেছিলাম, অনলাইনেই চেকইন করলাম সময় বাঁচানোর জন্য । নিউক্যাসেল ভীষন তুষারপাত হয়েছে আগের রাতে । চারদিক ধবধবে সাদা ,তবু ভালো বিরক্তিকর প্যাঁচপ্যাঁচে বৃষ্টি নেই ।
শিডিউল অনুযায়ী দুবাইয়ে প্রায় বারোঘন্টা যাত্রাবিরতি ছিলো ।
এর আগে কখনো দুবাই হয়ে দেশে যাইনি । আমার পছন্দের এয়ারলাইন্স বৃটিশ এয়ারওয়েজ । হিথ্রো থেকে উঠে নয়ঘন্টা পর সোজ়া ঢাকা । মাঝখানে নো হাংকি ।
এবার বাড়ীর কাছ থেকে এমিরেটস এর নতুন ফ্লাইট । এছাড়া দুবাইর এতো গল্প শুনেছি, ইচ্ছে হলো দেখে যাই ।

কিন্তু নিউক্যাসেল থেকে যাত্রা শুরুর আগে হঠাৎ করে কি জানি কি মনে হলো। এরকম কি জানি কি আমার হঠাৎ করে হুটহাট হয়ে যায় । এমিরেটস এর কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম -দুবাইয়ে সময় নষ্ট না করে দ্রুত ঢাকা পৌঁছার ব্যবস্থা কি?
সকল এয়ারলাইন্সের মধ্যে সম্ভবতঃ এমিরেটস এর বায়ূবালিকাগনই সবচেয়ে অধিক চিত্তহানিকর । এরকম এক বালিকা হেসে জানালেন-সম্ভব,দুবাইয়ে মাত্র ২ ঘন্টা থাকতে হবে । কিন্তু এরজন্য কাফফারা দিতে হবে ৭৫ পাউন্ড ।

ঘর থেকে বেরুনোর আগে একটা বেশ স্বাস্থ্যবান ক্রেডিট কার্ড পেয়েছি । ১৩ মাস পর টাকা ফেরত দিতে হবে ।
সো, নো ওরিস । ১৩ মাস পর কি হবে,সে ভাবা যাবে ১২ মাস পরে ।

অতএব নতুন শিডিউলে চড়ে বসলাম এমিরেটস এর বায়ূযানে ।

---------

নিউক্যাসেল টু দুবাই নির্বিঘ্ন এবং গতানুগতিক যাত্রা । প্রথম বিমানে চড়ার সেই অদ্ভূত অনুভূতি এখন আর টের পাইনা । এখন বরং বিরক্ত লাগে একটানা গুমগুম আওয়াজ ।
এমিরেটস এর বিনোদন ব্যবস্থা বৃটিশ এর চেয়ে ভালো । প্রায় ৫০০ চ্যানেল দেখা যায় । খাবার খারাপ না । পানীয় ও ভালো । অনেকদিন পর হ্যানিকেল গিললাম ।
সেবার মান যথেষ্টভালো (অন্ততঃ দুবাই পর্যন্ত)

দুবাই এসে পৌঁছলাম স্থানীয় সময় রাত ১২.৫৫।
পৌঁছলাম এবং শুরু হলো মেজাজ খারাপ পর্ব ।

সেই গল্প না হয় বলি পরে ।
সিলেটে এখন প্যাঁচপেচে বৃষ্টি এবং কিছুটা ঠান্ডা । ইংল্যান্ডের বিশ্রী আবহাওয়া পিছু ধাওয়া করে চলে এসেছে এই কয়হাজার মাইল । ভাল্লাগছেনা এটা ।

বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করেই ঘর থেকে বেরুবো এখন ।


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়া ব্যাগে ভরে নিয়ে গেছেন মনে হচ্ছে। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসান মোরশেদ এর ছবি

হাসি
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুব লীলেন এর ছবি

সিলেটকে কতটুকু চেনা যাচ্ছে
মনে হচ্ছে কি এটা সেই আত্মমগ্ন নিজস্ব শহর?

হাসান মোরশেদ এর ছবি

এখনো তেমন বেরুইনি লীলেন ভাই ।
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

নেট লাইন পাইছস নাকি অপুর অফিস থেকে ?

সিলেট নিয়ে লেখার দূ:সাহসের জন্য অগ্রিম অভিনন্দন ।

হাসান মোরশেদ এর ছবি

জিপির লাইন নিলাম ।
কি লিখবো জানিনা । সময় বের করা সমস্যা হবে তবু টুকটাক দিনপঞ্জী লিখে রাখবো
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

ছোটবেলায় আমি আসলেই একটা টিনের ঘরে থাকতাম। আরও মজার ব্যাপার চালে ছিল বেশ কয়েকটা ফুটো। বৃষ্টি হলে তাড়াহুড়ো করে ফুটার নীচে পাতিল, মগ দিতে হতো। বড় মধুর ছিল সে অনুভুতি। বাংলাদেশের বৃষ্টিতা আসলেই অদ্ভুত সুন্দর।

রায়হান আবীর

ধুসর গোধূলি এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

কি টানছ?
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্লব রহমান এর ছবি

তারপর?


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসান মোরশেদ এর ছবি

হাসি
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

স্বাগতম। খুব তাড়াতাড়ি ঢাকায় আগমন হবে নিশ্চয়ই?

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ এর ছবি

ধন্যবাদ জলিল ভাই । কথা হবে শিঘ্রি
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

সেই ভালো।
আত্মমগ্ন শহরে পুরনো হাসান মোরশেদ এর সাথে দেখা হয়ে যাবে নিশ্চয়ই।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

প্রত্যাবর্তনের পথে কিছুটা কষ্টলি অতীত থেকে যায়
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

এসব লেখা মিস করে গিয়েছিলাম দেশে আমার ঠেলাগাড়ি নেট নিয়ে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

তারেক এর ছবি

এই যে আমি স্টিল ঠেলিতেছি... ভাবেন একবার এই নেট কানেকশন নিতেও আম্মার কারফ্যু ভাংতে হয় মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।