গোবিন্দকে মেরেছে তার মালিক......(অঞ্জনের গান)

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১০/০৭/২০০৭ - ৫:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোবিন্দকে মেরেছে তার মালিক
গোবিন্দ কাঁদছে রাস্তায়......
গোবিন্দের পাশে একটা শালিক
গোবিন্দ'কে সাহস যোগায় ।।

খুঁজতে গিয়ে পেয়ে গেলাম অঞ্জনের গাওয়া এক চমৎকার গান , সাথে আঁকা কার্টুন ।
আমি এই গান শুনিনি/দেখিনি আগে ।
আপনি?


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দারুন তো!! আমিও আগে দেখিনি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অপালা এর ছবি

দারুন, আগে কখনও শুনি নি

হযবরল এর ছবি

মন ফুরফুরে হয়ে যাবার মত গান।

অচেনা এর ছবি

দারুন হাসি

-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

সৌরভ এর ছবি

আগে কখনো শুনিনি।
অন্যরকম।
কৃতজ্ঞতা।

কষ্ট, বড়ো কষ্ট এ শহরে ..

নির্মম সত্য।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

মাশীদ এর ছবি

বাহ্ দারুণ!
শুনিনি আগে। ভাল লাগল খুব। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আরিফ জেবতিক এর ছবি

আগে শুনিনাই।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ঝরাপাতা এর ছবি

অঞ্জনের প্রচুর গান শুনেছি কিন্তু এটা শুনিনি। খুব ভালো লেগেছে। স্কেচগুলোও দারুন।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

দারুণ!!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আশিক আহমেদ এর ছবি

গান, ভিডিও - দুটোই দারুন।

হাসান মোরশেদ এর ছবি

যাক,আপলোডিত করা তাইলে বৃথা যায় নাই ।
আমি ভাবছিলাম,আমিই নাম্বার লাষ্ট!

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

এটা এখন আগে শুনিনি কখনো। একদম নতুন গান মনে হয়।
ভাল লাগলো। পুরোপুরি অঞ্জনীয়!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অপালা এর ছবি

কার্টুন টা ও বেশ, বড় বড় চোখ দেখে জাপানী কার্টুন গুলোর কথা মনে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।