অভিনন্দন হে 'সচল' গন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ১৪/০৭/২০০৭ - ৪:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়েকদিনে আমাদের আরো কয়েকজন বন্ধু 'সচল'হলেন ।
এঁদের মাঝে ইশতিয়াক রউফ,বিপ্রতীপ,আশিক আহমেদ বেশ জমিয়ে লেখা শুরু করেছেন ।

এসেছেন আলভী,অপর্ণা,সোমনাথ,রেজওয়ান,তিমুর,কিংকর্তব্যবিমুঢ়। অপর্ণা বোধকরি গ্লোবাল ভয়েসে লিখেন । 'সচলায়তন' তাঁর লেখা আশা করি । সোমনাথকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ হয়নি এখনো । ভরসা রাখছি অচিরেই সুযোগ হবে তাঁকে চেনার,লেখার মাধ্যমে ।

আলভী চমৎকার লেখেন । দাবী থাকলো নিয়মিত লেখা পাঠের সুযোগ দেবার জন্য । রেজওয়ান ভাই যে কোনো ব্লগের জন্য একজন 'পিলার'ব্লগার । তাঁর অভিজ্ঞতা,তার পরামর্শ নিঃসন্দেহে খুব জরুরী । তিমুরের অনুবাদের ডালা খুলে যাক আমাদের জন্য । কিংকর্তব্যবিমুঢ়,বিমুঢ়তা কাটিয়ে 'সচল' হয়ে যান সহসা হাসি
আরেক সুলেখক 'মাশা' অনেক আগে 'সচল' হলেও চুপ করেছিলেন এতোদিন । ভরসা রাখছি মাশা ও নিয়মিত হবেন ।

আরো কয়েকজন 'সচল' ব্যক্তিগত ব্যস্ততা কাটিয়ে উঠেই গা ঝাড়া দেবেন (তাঁদেরকে গা ঝাড়া দিতেই হবে) । আরিফ জেবতিক, শুভ,তীরন্দাজ,অমি রহমান পিয়াল,আড্ডাবাজ- ভায়েরা আমার, বেচারা পাঠককুল যে অধীর আগ্রহে ক্ষন গুনছে আপনাদের!

ব্লগার 'সজারু' কে খুঁজছি । কথা দিয়েছিলেন একটা শিল্পকলা বিষয়ক রচনা উপহার দেবার । গেলেন কোথায় দাদা?

সব 'সচল' কে অভিনন্দন ।
প্রানের জোয়ার উঠুক সচলায়তনে । এ আমাদের প্রাংগন । নিজেদের মতো সাজাই,নিজেদের সৃষ্টিশীলতায়।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি
হিমু এর ছবি

লেখা চাই, রেখা চাই, দেখা চাই, শেখা চাই, সোজাত্যাড়াব্যাঁকা চাই।

আমি আর সুজঞ্চৌ আপাতত দাদৈতিহাসিক নিয়ে গুঁতাগুঁতি করছি, সুজঞ্চৌ গুঁতাচ্ছেন কাগজকে আর আমি গুঁতাচ্ছি সুজঞ্চৌকে, আমাদের প্রযোজক উৎস ভাই নিখোঁজ।

এরকম আরো আরো প্রকল্প নিতে পারেন সচলরা, ছোট ছোট দল বেঁধে। সচলায়তনের অঙ্গণ আরো সুরভিত হোক। ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু

তিমুর এর ছবি

আহ, ধন্যবাদ ।

(ল্যাম্পপোস্টের আড়াল থেকে রেকি করছি । বেশ পশ আঁতেল পাড়া ঠেকছে । আমার মতো মার্সেনারি কলমচি পাত পাবে কেমন ভাবনার বিষয়!)

অমি রহমান পিয়াল এর ছবি

তিমুর শরীরডা ভালা? আলভীরে স্বাগতম। আতেল পাড়ায় আইতাছি শিগগিরই
..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অরূপ এর ছবি

স্বাগতম ও অভিনন্দন নয়া "সচলেরা"
তিমুরকে দেখে ভালো লাগছে!
কি হে হবে নাকি এক পেগ শার্ডনে?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

তারেক এর ছবি

অভিনন্দন নতুন যারা 'সচল' হলেন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তিমুর এর ছবি

পিয়াল ভাই,

বিছানা থেকে সোজা হলাম দিন চারেক হবে । পা জোড়া এখনো মাঝে মাঝে ঠিক মগজের ফরমান না মেনে টলমল করে আরেকদিকে যেতে চাইছে । তবে বিপদ গেছে মনে হচ্ছে ।

অরুপ,

ক্ষম ভ্রাত, কোমল পাকস্থলীতে পাগলা পানির ঝাপটা পড়লে আবারো ভুমির সমান্তরাল হতে হবে !

সুমন চৌধুরী এর ছবি

Hrezlich Willkommen!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অভিনন্দন সবাইকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঠিকমত লগইন হতে পারি না। লগইন হয়ে অন্য পাতায় গেলে আবার নাম তালিকা থেকে চলে যায়।
তবে তাই হোক। সচল থাকুন, সচল রাখুন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ঝরাপাতা এর ছবি

অভিনন্দন। সচলায়তন হোক আপনার ইচ্ছেমতো আঁকিবুকি করার উন্মুক্ত ক্যানভাস।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নজমুল আলবাব এর ছবি

জাঝা

হাসান মোরশেদ এর ছবি

আছি আমি । আও

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।