জেনারেলের গোলাপদানী

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১৫/০৭/২০০৭ - ৮:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.
একটি ফুলদানী
মহামান্য জেনারেলের টেবিলের উপর ।
ফুলদানীটি নিরেট কাঁচ ।
পাঁচটি লাল গোলাপ
ট্যাংকের নীচে একটি শিশু,বয়স পাঁচ ।

একটি শিশু, পাঁচটি তারা-
জেনারেলের কাঁধের শোভা ।
ফুলদানীতে পাঁচটি শিশু,একটি গোলাপ ।
ট্যাংকের নীচে পিষ্ট শিশু,
গোলাপ পাঁপড়ি;শোভা বাড়ুক
ট্যাংকটির আছে অগুনতি মুখ ।

**********************


SAMIH AL-QASIM এর কবিতা ।
SAMIH সেই পাঁচ লক্ষ ফিলিস্তিনির একজন ,যাদের বাস মুল ইসরাইলী ভূ-খন্ডে,হাইফা শহরে ।

গেলো বছরঅন্য এক সাইটে এই লেখাটা প্রকাশ করেছিলাম । সেই সময় লেবাননে ইসরাইলী আগ্রাসন নিয়ে ধুন্ধুমার কান্ড । নারী,পুরুষ,শিশু মরছে-ঘরবাড়ি দালান কোঠা ভেংগে পড়ছে । বিশ্বজুড়ে তোলপাড় ।

আর আমার মনে পড়ছিলো '৭১ । আমার মনে পড়ছিল জাফর জয়নাল দেলোয়ার,কাঞ্চনদের মিছিলে তুলে দেয়া ঘাতক ট্রাক । এইসব পুরনো কথা । অনেক পুরনো ।
মনে খুব জরুরী নয় হয়তো । তবু মনে পড়ে যায়, কেনো জানি । রক্তের দোষ?

১৫ জুলাই '০৭
ভোরবেলা


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমাদের ইতিহাস!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসান মোরশেদ এর ছবি

'মিশে তের নদী সাত সাগরের জল গংগায় পদ্মায়'
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অপালা এর ছবি

আগেও পড়েছি,আবার পড়তে গিয়ে অনুভুতিটা বলি,

বিস্তারিত না দেখেই কবিতা টা পড়াশুরু করি,কেমন েক শিহরন অনুভব করি,েকেটা লাইন পড়ি আর ভিতরটা থকে যেতে চায়,এই কি পড়ছি,এতো অসাধারন প্রকাশ,ভিতরটা ফুপিয়া উঠে,

স্ক্রলবার টা একটু নীচে টেনে বিস্তারিত তে ক্লিক করতে গিয়ে দএখি আপনার লিখা,তখন মনে পড়ল,এি লিখা পুরনো হয় না,

হাসান মোরশেদ এর ছবি

অপালা, কৃতজ্ঞতা । শুঁটকি রাঁধা হয়েছিলো শেষে? হাসি
এবার নতুন লেখা চাই ।

'অপালা' নামটা নিয়ে কিছু গল্প আছে । হয়তো সে গল্প করা যাবে অন্য কোনো দিন ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অপালা এর ছবি

তা হয়েছিল,নতুন লিখা মাথায় আছে,কিন্তু তাগিদটা জোড়ালো হচ্ছে না বলে লিখা হচ্ছে না।

গল্প শুনতে ভাল ই লাগে।

কারুবাসনা এর ছবি

ভাল লাগল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নজমুল আলবাব এর ছবি

কেমন ঝিম ঝিম করে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আবারও পড়লাম। এইসব মনে করার প্রয়োজনীয়তা ফিরে আসে বারবার।

সুমন চৌধুরী এর ছবি

খুব খারাপ কাজ করছেন। এইসব মনে করাইয়া জাতিরে পিছাইয়া দেওয়ার শাস্তি হিসাবে আপনাকে ৩৭% সুদে ক্ষুদ্রঋণ দেওয়া হবে....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

এই কবিতাটা মাস দু'য়েক আগে এক বন্ধুকে দেখিয়েছিলাম। তারপর থেকে সে আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছে। কবিতাটি আমার খুব প্রিয়। যে কোনো সময় আপনার কাছে আব্দার করতে পারি। সত্যি বলতে কি, দেশে গিয়ে একটা লিটল ম্যাগের কাজ শুরু করার ইচ্ছে আছে, তখন আপনাকে বেশ জ্বালাতন করতে পারি।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।