যে শহরে ফিরিনি আমি-৬

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ৬:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

চিরস্থায়ী বন্দোবস্ত ও ডাকাতের ঘর গেরস্তালীঃ

ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ পুরোটা ঘুরে বেরিয়েছিলাম চট্রগ্রাম,কক্সবাজার,সেন্টমার্টিন । একযুগ পর কক্সবাজার যাওয়া । এই একযুগে কে কতোটা বদলালো,আমি নাকি সমুদ্র সে হিসাব-নিকেশ সহজ হবার নয় ।
সমুদ্র সৈকতে এক ধরনের প্রায়-খেলনা গাড়ী ভাড়া নেয়া যায় । মোটর সাইকেল এবং জীপ দুই ভঙ্গিমাতেই । আমার আড়াই বছরের ছেলেটার গাড়ির চালানোর ভীষন শখ ।
জীপ ভাড়া নিয়ে বৌ-বাচ্চা সহ চললাম হিমছড়ি,সাথে এক পিচ্চি সহকারী,রাস্তা চেনানোর জন্য । সে এক মজার অভিজ্ঞতা । কিছুদূর সৈকত ধরে ছুটে চলার পর একেবারে মহাসড়কে । রিক্সা,কার,ট্রাকের ফাকে ফাকে খেলনা গাড়ীর ছুটে যাওয়া । গাড়ীর আবার নেই কোন লুকিং গ্লাস । পিচ্চিটা পেছন থেকে আওয়াজ দেয় কে ওভারটেক করতে আসছে!

হিমছড়ি থেকে ফেরার পথে দেখি পাহাড়ের ঢালে এক কিশোর শসা ও তরমুজ বিক্রী করছে । গাড়ী থামিয়ে নামি,চারজনের জন্য শসা কিনি,কিশোর বিক্রেতার সাথে টুকটাক কথা বলি । সমুদ্র থেকে উঠে আসা বাতাস,ভালো লাগে দাঁড়াতে রোদের মধ্যে । কিশোর জানায় সাগর পাড়ের বালুময় মাটিতে তরমুজের চাষ হয় ভালো ।

পাশ দিয়ে ছুটে যাচ্ছে নিয়িমিত বিরতিতে আরো গাড়ী । একটা জীপ এসে থামে । সপরিবারে হিমছড়ির দিক থেকে ফিরছেন এক সেনাকর্মকর্তা । সামনের আসনে তিনি,তার বেগম সাহেবা ও শিশুকন্যা । পেছনে বসা সামরিক আর্দালী । কাঁচ নামিয়ে হাত ইশারায় কিশোর বিক্রেতাকে ডাকেন । আমি সতর্কে কান পাতি ।

তিনি দুটো তরমুজের দাম জিজ্ঞেস করেন ।
উত্তরে কিশোর জানায় -প্রতিটি ৫০ করে মোট ১০০ টাকা ।
তিনি দুটো তরমুজই পেছনে তুলে দেয়ার নির্দেশ দেন ।
দেয়ার পর কাঁচের ওপাশ থেকে মাটিতে ছুড়ে দেন একটা ৫০ টাকার নোট ।
সেই কিশোর আরো ৫০ টাকা চাওয়া মাত্র তিনি জানালার কাঁচ ভালো করে নামান । মাথা বের করেন । চোখে রিমলেস চশমা,জলপাই পোশাকে পুরোদস্তর সুশীল ভদ্রলোক । বাহুতে তারা,ব্যাজ দেখে বুঝি ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা জনাব ।

এবার কিশোরের দিকে সস্নেহ দৃষ্টি ক্ষেপন করে সৈকতের দিকে হাত উঁচু করে বলেন-' এই জায়গা সব আমাদের । আমাদের জায়গায় তরমুজ ফলিয়ে আবার দাম ও চাও?'

আমরা কেউ কথা বলিনা ।
জমিদার বাবুকে নিয়ে তার শকট পরের বাঁকে হারিয়ে যাবার পর কিশোর সমুদ্রের দিকে মুখ ফিরিয়ে উচ্চারন করে- 'চুদির ভাই,তর মায়েরে......'

আমি সেই কিশোরের মতো অতোটা সাহসী হতে পারিনা । বইমেলার আড্ডায় গিয়ে আমার প্রকাশকের বিজ্ঞাপন তালিকায় দেখি উপন্যাসের নাম- 'শমন,শেকল,ডানা' । সকৌতুকে বিক্রয় কর্মীকে বলি- 'ভাই,এই বইটা দেন তো'
বেচারা বিব্রত হন,আমি সরে আসি ।

শুনেছি, জলপাই জমিদারীতে নাকি কাউকে বিব্রত করার হুকুম নেই ।


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

প্রকাশকের বই তালিকাতেও বইটির নাম আছে।অনেক বইয়ের দোকান বইটি পাঠাতে বলেছে।
শমন একদিন শেকল ছিঁড়ে ডানা মেলবে আকাশে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অমিত আহমেদ এর ছবি
তারেক এর ছবি

ঝোলপাই জমিদারী! মোরশেদ ভাই, আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম কেমন আছেন। এখন তো জানা হয়ে গেল...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই দেশ তো তাহাদেরই তালুক। বাকি ৫০-এর বদলে আমি কিন্তু একটা চড়-থাপ্পড়ের আশংকা করছিলাম! অভিজ্ঞতা আমাদের সেরকমই শিখিয়েছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আরিফ জেবতিক এর ছবি

এই আর্মিটার গ্রুমিং ঠিক মতো হয় নি । নিজের তালুকের তরমুজ কেউ ৫০ টাকা খরচ করে কেনে ? ভোদাই কোথাকার ।
এর প্রমোশন হবে না মনে হয় ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নিজের তালুকের তরমুজ কেউ ৫০ টাকা খরচ করে কেনে ? ভোদাই কোথাকার ।
এর প্রমোশন হবে না মনে হয় ।

দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শেখ জলিল এর ছবি

আরেকটা নব্বই-এর খুব প্রয়োজন!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

এই দিন দিন না আরো দিন আছে . . .


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ধুসর গোধূলি এর ছবি

- আর,
আমি শুধু বর্তমানের মাঝে দেখি অতীতের প্রতিফলন!
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাহবুব লীলেন এর ছবি

আমার মা একটা প্রবাদ বলেন বেশি ক্ষেপে গেলে

কার হগদায় খাও গো বান্দি
ঠাকুর চিন না

আমার এখন প্রায়ই মনে হয় কার দয়ায় চলি সেটা নিজেও বুঝি না
শুধু এইটুকু বুঝি যে কেউ বা কারা দয়া করে আমাদের থাকতে এবং বাঁচতে দিচ্ছেন

jakir jahamjed এর ছবি

চালের যা দাম।
তারপর মনে হয় অই ব্যাটা আলু পায়নি।
তাই তরমুজের উপর দিয়ে...

জাকির জাহামেজদ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরিফ জেবতিক | শনি, ২০০৮-০৩-২২ ১৪:২৪
এই আর্মিটার গ্রুমিং ঠিক মতো হয় নি । নিজের তালুকের তরমুজ কেউ ৫০ টাকা খরচ করে কেনে ? ভোদাই কোথাকার ।
এর প্রমোশন হবে না মনে হয় ।

জাঝা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।