এডমিন মহাত্নন,সশ্রদ্ধ্ব অভিনন্দন-- ফন্ট কি আরো বড় দেখানো যায়?

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০১/০৬/২০০৭ - ৪:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
অতীব সুখের বিষয় । নিঃশ্বাস নেয়ার জায়গা পাওয়া যাবে । ফন্ট আরো বড় দেখানো দরকার । আমার কানা চোখে তো কিছুই দেখিনা । সকলকে শুভেচ্ছা ।

মন্তব্য

suman এর ছবি
অআমিও
arup এর ছবি
hmm
suman এর ছবি
নাম বদলায় কেমনে? মানে অমি suman থিকা সুমন হমু ক্যাম্বা?
arup এর ছবি
আপনের অ্যাডমিন পাসওয়ার্ড মনে নাই? থাকলে নতুন নিক বানান, ইউজার আইডিতে সুমন লিখবেন অভ্র দিয়া
মনোজকুমার দ. গিরিশ এর ছবি

হাসান মোরশেদ লিখেছেন(২০০৭-০৬-০১), "ফন্ট আরো বড় দেখানো দরকার৤" এব্যাপারে বোধ হয় সকলেরই এক মত৤আমিও এক সময়ে সে কথা অন্যত্র লিখেছিলাম৤ আসলে দরকার বড় আয়তনের ফন্ট৤ এখন অবশ্য পেজের নিচে ডান দিকে হরফ বড় দেখাবার জুম করার ব্যবস্থা হয়েছে৤ বাংলা হরফের এক্স-হাইট কম বলে ওয়েব পেজের ছোট হরফ পড়া কঠিন, ইংরেজিতে এতটা সমস্যা নেই৤ একটা ফন্ট কাজে লাগিয়ে দেখতে পারেন, Natun-klm পাবেন ওয়েব: http://www.srishtisandhan.com ঠিকানায়৤ ফন্টটি আমারই তৈরি করা, আর এক্স-হাইট বেশ বড়৤
মনোজকুমার দ. গিরিশ ১৭/০৩/২০০৬ কোলকাতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।